
কক্সবাজারের টেকনাফে পুরনো পরিত্যক্ত কাঠের নৌকার পাটাতন থেকে দুই কেজি ক্রিস্টাল মেথ আইস ও ৩০ হাজার ইয়াবা উদ্ধার করেছে বিজিবি। তবে এ ঘটনায় কেউ আটক হয়নি।
শনিবার (৩ সেপ্টেম্বর) সকাল ১০টায় বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ-২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার।
তিনি জানান, টেকনাফের শাহপরীরদ্বীপের জালিয়াপাড়া নামক এলাকা দিয়ে মাদকের একটি চালান বাংলাদেশে ঢোকার পর তা একটি পরিত্যক্ত কাঠের নৌকায় লুকায়িত রয়েছে। এমন সংবাদ পেয়ে বিজিবির একটি দল ওই স্থানে তল্লাশি অভিযান শুরু করে। শনিবার ভোরে বিজিবি টহলদল ব্যাপক তল্লাশির পর জালিয়াপাড়ার নাফ নদীর কিনারায় একটি পুরাতন পরিত্যক্ত কাঠের নৌকা দেখতে পায়। পরে নৌকার পাটাতনের নিচে বিশেষ পদ্ধতিতে লুকায়িত অবস্থায় একটি প্লাস্টিকের ব্যাগ উদ্ধার করা হয়।
অধিনায়ক লে. কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার জানান, উদ্ধার করা ব্যাগের ভেতরে দুই কেজি ১৪১ গ্রাম ক্রিস্টাল মেথ আইস এবং ৩০ হাজার পিস ইয়াবা পাওয়া যায়।