টেকনাফে ৬০ হাজার ইয়াবা উদ্ধার

কক্সবাজার

কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের টেকনাফ থেকে ৬০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বিজিবি।

বুধবার সকালে টেকনাফের ৫ নম্বর স্লুইচ গেটের উত্তরে নাফ নদী সংলগ্ন কেওড়া বাগান থেকে এ সব ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় কাউকে আটক করতে পারেনি বিজিবি।

টেকনাফ বিজিবি-২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আবু জার আল জাহিদ বলেন, মিয়ানমার থেকে একটি ইয়াবার চালান টেকনাফের ৫ নম্বর স্লুইচ গেটে দিয়ে বাংলাদেশে প্রবেশের খবর পেয়ে বিজিবি সদস্যরা অভিযান চালায়। বিজিবির উপস্থিতি টের পেয়ে ইয়াবা পাচারকারীরা ব্যাগ রেখে নাফ নদীতে ঝাঁপ দিয়ে পালিয়ে যায়। পরে ব্যাগ তল্লাশি করে ৬০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়।