টেকনাফ সীমান্তে এক বিশেষ অভিযান চালিয়ে ১১৪ ভরি ওজনের আটটি সোনার বার উদ্ধার

ঢাকাঃ  টেকনাফ সীমান্তে এক বিশেষ অভিযান চালিয়ে ১১৪ ভরি ওজনের আটটি সোনার বার উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। যার আনুমানিক মূল্য ৪৮ লাখ টাকা।

 

বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সন্ধ্যায় টেকনাফের পুরাতন ট্রানজিট ঘাটে মায়নমার থেকে আসা একটি যাত্রিবাহী ইঞ্জিনচালিত নৌকা তল্লাশি করা হয়। সেখান থেকে ৮টি সোনার বার উদ্ধার করা হয়। বারগুলো কালো পলিথিনে মুড়িয়ে নৌকার পাটাতনে লুকানো ছিল।

 

অভিযানের নেতৃত্ব দেন বর্ডার গার্ড ব্যাটালিয়ন-২ এর নায়েব সুবেদার গুরুপদ বিশ্বাস।

 

এদিকে ফেনী সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি আটক করেছে বিজিবি-৪।