
নিজস্ব প্রতিবেদক : বিশিষ্ট অর্থনীতিবিদ, পিকেএসএফর চেয়ারম্যান ড. কাজী খলীকুজ্জমান আহমদ বলেছেন, টেকসই উন্নয়নের সুফল পেতে হলে স্থানীয় সরকার শক্তিশালী করতে হবে।
সোমবার দুপুরে রাজধানীর সিরডাপ মিলনায়তনে ‘শক্তিশালী উপজেলা পরিষদ : মাঠপর্যায়ে অভিজ্ঞতার আলোকে সম্ভাবনা ও চ্যালেঞ্জ’ শীর্ষক এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
ড. কাজী খলীকুজ্জমান আহমদ বলেন, টেকসই উন্নয়নের সুফল পেতে হলে স্থানীয় সরকার শক্তিশালী করতে হবে। কেননা তারাই উন্নয়ন চাহিদাগুলোকে তৃণমূল থেকে তুলে আনার ক্ষমতা রাখে।
তিনি বলেন, অর্থনৈতিকভাবে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। অনেক সমস্যাও রয়েছে, তা সমাধানে সবপক্ষকে এগিয়ে আসতে হবে। পরিকল্পনা, প্রশাসন ও অর্থের নিয়ন্ত্রণ নির্বাচিত পরিষদের কাছে থাকতে হবে। সর্বোপরি রাজনৈতিক অঙ্গীকার থাকতে হবে।
অনুষ্ঠানে স্থানীয় সরকার বিশেষজ্ঞ ড. তোফায়েল আহমেদ বলেন, স্থানীয় সরকার আইনগুলোর মধ্যে বৈসাদৃশ্য ও ওভারল্যাপিং রয়েছে। ফলে চাইলেও উপজেলা পরিষদ ওয়ার্ড পর্যায় থেকে পরিকল্পনা করতে পারবে না। বাজেট একটি জটিল প্রক্রিয়া, এটি জনগণের সামনে প্রকাশ করতে পারে উপজেলা পরিষদ। সরকারি সেবাগুলো যথাযথভাবে জনগণের কাছে পৌঁছাতে হলে আইনের মধ্যে থেকেই উদ্যোগ গ্রহণ করা সম্ভব। সে উদ্দেশ্যে সংশ্লিষ্ট সবার যথাযথ প্রশিক্ষণ দরকার। এজন্য পারস্পরিক আলাপ-আলোচনার পরিবেশ তৈরি করতে হবে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. এম এম আকাশ বলেন, স্থানীয় সরকারের কার্যক্রম গ্রাম পর্যায়ে নিয়ে যেতে হবে। অনেক ভালো আইন থাকলেও অনেক ক্ষেত্রে বিধিমালা প্রণয়ন না হওয়ায় তা কার্যকর করার ক্ষেত্রে সমস্যা হচ্ছে। উপজেলা পরিষদ যদি আর্থিকভাবে স্বাবলম্বী না হয় তাহলে শক্তিশালী হতে পারবে না। এজন্য দরকার নিজস্ব অর্থায়ন বা সম্পদের ওপর নিয়ন্ত্রণ। অন্তত ৫০ শতাংশ অর্থের নিয়ন্ত্রণ পরিষদের কাছে থাকতে হবে। পাশাপাশি পরিষদের রাজনৈতিক ও প্রশাসনিক অঙ্গীকার থাকতে হবে।