নিজস্ব প্রতিবেদক : পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন কর্মসূচি পর্যবেক্ষণ ও বাস্তবায়নের জন্য নির্ভুল ডাটা অপরিহার্য। সে লক্ষ্যে ডাটা সংগ্রহ করতে হবে যথাযথ পদ্ধতিতে এবং সময়মতো।
বুধবার রাজধানীর ডেইলি স্টার কার্যালয়ে এ এস মাহমুদ সেমিনার হলে ইউএনএফপিএ ও দ্য ডেইলি স্টার আয়োজিত ‘ডাটা ফর এসডিজিস’ শীর্ষক পলিসি ডায়ালগে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মুস্তফা কামাল বলেন, নির্ভুল ডাটা সংগ্রহের জন্য বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর সক্ষমতা বাড়িয়ে পূর্ণাঙ্গ একটি প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলা হয়েছে। ডাটা সংগ্রহ করতে যেভাবে কাজ করা হচ্ছে তাতে ভুল করার সুযোগ নেই।
তিনি বলেন, যথাযথ জরিপের মাধ্যমে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো প্রাথমিক ডাটা সংগ্রহ করে থাকে। যথাযথ পদ্ধতি অনুসরণ করে যে কোনো এনজিও, উন্নয়ন সহযোগী সংস্থা কিংবা বেসরকারি খাত সেকেন্ডারি ডাটা সংগ্রহ করে সরকারকে সহযোগিতা করতে পারে।
পরিকল্পনামন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে এমডিজি অর্জনে বাংলাদেশ বিশ্বে প্রশংসিত হয়েছে। বিশ্বসভায় বাংলাদেশ অনেক উঁচুতে পৌঁছেছে। আমরা এসডিজি বাস্তবায়নের বিষয়েও অনুরূপ সফলতা অর্জনের লক্ষ্য নিয়ে কর্মপন্থা নির্ধারণ করছি। কোন মন্ত্রণালয় কোন কাজ করবে, কে মনিটরিং করবেন ইত্যাদি দায়িত্ব বন্টন করে দিয়ে সুপরিকল্পিত কর্মপন্থা নিয়ে কাজ করা হচ্ছে।
মন্ত্রী বলেন, ২০০৫ সালে দেশে দারিদ্র্যের হার ছিল শতকরা ৪০ ভাগ বর্তমানে তা ২৩ দশমিক শূন্য ৫ ভাগে নামিয়ে আনতে বর্তমান সরকার সক্ষম হয়েছে। ২০৩০ সালে দেশে দারিদ্র্যের হার শতকরা ৯ ভাগে নেমে আসবে।
তিনি বলেন, দেশে ২০০৫ সালে অতি দরিদ্র্যের হার ছিল ২৫ দশমিক এক ভাগ। বর্তমানে এ হার ১২ দশমিক একভাগে নামিয়ে আনতে সরকার সক্ষম হয়েছে। ২০৩০ সালে দেশে অতিদারিদ্র্যের হার হবে ৩ দশমিক ৫ ভাগ।
অনুষ্ঠানে সংসদ সদস্য অ্যাডভোকেট সানজিদা খানম, অ্যাডভোকেট উম্মে কুলসুম স্মৃতি এবং নুরজাহান বেগম, পরিকল্পনা কমিশন সদস্য ড. শামসুল আলম, ইউএনএফপিএ কান্ট্রি ডাইরেক্টর মিস আর্জেন্টিনা ডিএফআইডি প্রতিনিধি মিস জেমি এডমন্ডসন, ইউএন উইমেন প্রতিনিধি মিস ক্রিস্টান সুসান হান্টার, পপুলেশন কাউন্সিলের কান্ট্রি ডাইরেক্টর ড. ওবায়দুর রব, বাংলাদেশে সুইডেনের রাষ্ট্রদূত জোয়ান ফাইসেল, বিআইডিএস রিসার্স ডাইরেক্টর ড. রুশিদান ইসলাম রহমান উপস্থিত ছিলেন।