টেলর সুইফটকে ছাড়িয়ে শীর্ষে অরিজিৎ সিং

বিনোদন ডেস্কঃ বলিউড সংগীতে অরিজিৎ সিংয়ের একক রাজত্ব চলে এটা সবার জানা। প্রায় প্রতিটি সিনেমায় অরিজিতের অন্তত একটা গান না হলে যেন জমে না। অন্যদিকে বৈশ্বিক সংগীতাঙ্গনে রাজত্ব করছেন টেলর সুইফট। দেশে দেশে তার সংগীতের মূর্ছনায় বুঁদ হয়ে আছেন তরুণ প্রজন্মের সংগীতপ্রেমীরা।

তবে সম্প্রতি সেই সুইফটকে ছাড়িয়ে গিয়েছেন অরিজিৎ সিং। ভারতের গণ্ডি ছাপিয়ে তার সংগীতও এখন বিশ্বজুড়ে জনপ্রিয়তা পাচ্ছে। আর সে জনপ্রিয়তার বলেই সুইফটকে পেছনে ঠেলে দিয়েছেন তিনি।

জনপ্রিয় মিউজিক স্ট্রিমিং প্ল্যাটফর্ম স্পটিফাইয়ে গান শোনার পাশাপাশি পছন্দের গায়ক-গায়িকাকে ‘ফলো’ করার সুযোগও থাকে শ্রোতাদের জন্য। আর সেই ফলোয়ার সংখ্যার দিক দিয়ে এখন টেলর সুইফটকে পেছনে ফেলে এক নম্বরে উঠে এসেছেন অরিজিৎ সিং।

স্পটিফাইয়ে এখন অরিজিতের ফলোয়ার সংখ্যা ১১ কোটি ৭২ লাখ ১১ হাজার ১৫৪ জন। দুইয়ে নেমে যাওয়া টেলর সুইফটকে ফলো করেন ১১ কোটি ৭১ লাখ ৮৯ হাজার ৯৯৯ জন।

তালিকার তিন নম্বর রয়েছেন ব্রিটিশ গায়ক এড শিরান, তার ফলোয়ার সংখ্যা ১১ কোটি ৫০ লাখের কাছাকাছি । চতুর্থ ও পঞ্চম স্থানে যথাক্রমে রয়েছেন অ্যারিয়ানা গ্র্যান্ডে এবং বিলি আইলিশ।