ক্রীড়া প্রতিবেদক, চট্টগ্রাম থেকে : টেস্ট অভিষেকে দ্যুতি ছড়িয়েছেন মেহেদী হাসান মিরাজ।
বাংলাদেশের সবচেয়ে কম বয়সি অভিষিক্ত বোলার হিসেবে ইনিংসে ৫ উইকেট নিয়ে চট্টগ্রাম টেস্টের প্রথম দিনই গড়েছিলেন রেকর্ড।
প্রথম ইনিংসে ৬ উইকেট পাওয়া মিরাজ দ্বিতীয় ইনিংসে পেয়েছেন ১ উইকেট।
সব মিলিয়ে অভিষেক টেস্ট ম্যাচে মিরাজের বোলিং ফিগার ৫৯.৫-৮-১৩৮-৭।
অভিষেক টেস্ট ম্যাচে বাংলাদেশের হয়ে চতুর্থ সেরা বোলিং ফিগার মেহেদী হাসান মিরাজের। দ্বিতীয় ইনিংসে ৩টি উইকেট পেলে মিরাজ শীর্ষে উঠে যেতেন।
অভিষেকে বাংলাদেশের হয়ে সেরা বোলিং অফ স্পিনার সোহাগ গাজীর। ২০১২ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ইনিংসে ২১৯ রানে সোহাগ গাজী নেন ৯ উইকেট।
২০০৯ সালে নিউজিল্যান্ডের মাটিতে নিজের অভিষেক ম্যাচে ৮ উইকেট নিয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ। তৃতীয় স্থানে থাকা ইলিয়াস সানী ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২০১১ সালে অভিষেকে নেন ৭ উইকেট।
মিরাজও নিয়েছেন ৭ উইকেট। তবে দুই ইনিংস মিলিয়ে সানীর থেকে ৩০.৫ ওভার বেশি বল করা বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেটের সফল অধিনায়ক রান দিয়েছেন বেশি।
৬ উইকেট নিয়ে পঞ্চম ও ষষ্ঠ স্থানে রয়েছেন পেসার মনজুরুল ইসলাম ও নাঈমুর রহমান দূর্জয়। এ ছাড়া স্পিনার তাইজুল ইসলাম ওয়েস্ট ইন্ডিজে নিজের অভিষেক টেস্টে নিয়েছিলেন ৫ উইকেট।
অভিষেকে বাংলাদেশের সেরা বোলিং
নাম ওভার মেডেন রান উইকেট
সোহাগ গাজী ৭০.২ ৯ ২১৯ ৯
মাহমুদউল্লাহ রিয়াদ ৩৪.৪ ৬ ১১০ ৮
ইলিয়াস সানী ২৯.০ ০ ১২৮ ৭
মেহেদী হাসান মিরাজ ৫৯.৫ ৮ ১৩৮ ৭
মনজুরুল ইসলাম ৩৫.০ ১২ ৮১ ৬