
ক্রীড়া ডেস্ক : ইংল্যান্ডের বিপক্ষে মুম্বাই টেস্টের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ডাবল সেঞ্চুরি হাঁকিয়েছেন বিরাট কোহলি।
আর এই ডাবল শতকে কিংবদন্তী ক্রিকেটার ডন ব্র্যাডম্যান, রিকি পন্টিং ও ম্যাককালামদের কাতারে পৌঁছে গেছেন কোহলি।
রোববার মুম্বাইয়ে ডাবল সেঞ্চুরির মধ্য দিয়ে টেস্টে এক পঞ্জিকাবর্ষে ৩টি ডাবল সেঞ্চুরি পূর্ণ হল কোহলির। এক বছরে তিন বা এর অধিক সেঞ্চুরি করা পঞ্চম ব্যাটসম্যান কোহলি। টানা তিনটি টেস্ট সিরিজেই ডাবল সেঞ্চুরি করা কোহলিই এখন ইতিহাসের একমাত্র ক্রিকেটার।
১৯৩০ সালে তিনটি ডাবল শতক হাঁকিয়ে রেকর্ড গড়েন ডন ব্র্যাডম্যান। এরপর ২০০৩ সালে একই রেকর্ড ছুঁয়েছেন অস্ট্রেলিয়ার রিকি পন্টিং।
তবে আগের দুইজনকে ছাড়িয়ে ২০১২ সালে সর্বোচ্চ ৪টি ডাবল সেঞ্চুরি হাঁকিয়ে সবার উপরে অবস্থান নেন মাইকেল ক্লার্ক। ব্রেন্ডন ম্যাককালাম ২০১৪ সালে সবশেষ তিনটি ডাবল সেঞ্চুরি হাঁকান। এবার এই তালিকায় সবশেষ যুক্ত হলেন ভারতীয় টেস্ট অধিনায়ক বিরাট কোহলি।
মুম্বাইয়ে সেঞ্চুরির পর ডাবল শতকে পৌছতে মাত্র ১১৫ বল খেলেন কোহলি। গত জুলাইয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ডাবল সেঞ্চুরি করেন তিনি। এরপর অক্টোবরে নিউজিল্যান্ডে বিপক্ষে ডাবল সেঞ্চুরি করেন। আর মুম্বাইয়ে ক্যারিয়ার সেরা ২৩৫ রান করে আউট হন ভারতীয় এ ব্যাটিং জিনিয়াস।