ক্রীড়া ডেস্ক : বাংলাদেশ সফরের জন্য ১৭ সদস্যের টেস্ট ও ১৫ সদস্যের ওয়ানডে দল ঘোষণা করেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।
বাংলাদেশ সময় আজ বেলা ৩টায় দল দুটি ঘোষণা করে ইসিবি।
প্রথমবারের মতো টেস্ট দলে ডাক পেয়েছেন হাসিব হামীদ, বেন ডাকেট ও জাফর আনসারি।
১১ বছর পর টেস্ট দলে ফিরেছেন ৩৮ বছর বয়সি অফ স্পিনার গ্যারেথ বেটি।
জো রুটকে ওয়ানডে দল থেকে বিশ্রাম দেওয়া হয়েছে। তবে টেস্ট দলে আছেন তিনি।
দুটি টেস্ট ও তিনটি ওয়ানডে খেলতে আগামী ৩০ সেপ্টেম্বর বাংলাদেশে পা রাখবে ইংল্যান্ড ক্রিকেট দল।
টেস্ট দল: অ্যালিস্টার কুক (অধিনায়ক), মঈন আলী, জেমস অ্যান্ডারসন, জাফর আনসারি, জনি বেয়ারস্টো, গ্যারি ব্যালান্স, গ্যারেথ বেটি, স্টুয়ার্ট ব্রড, জস বাটলার, বেন ডাকেট, স্টিভেন ফিন, হাসিব হামীদ, আদিল রশিদ, জো রুট, বেন স্টোকস, ক্রিস ওকস, মার্ক উড।
ওয়ানডে দল: জস বাটলার (অধিনায়ক), মঈন আলী, জনি বেয়ারস্টো, জ্যাক বল, স্যাম বিলিংস, লিয়াম ডসন, বেন ডাকেট, লিয়াম প্লাঙ্কেট, আদিল রশিদ, জেসন রয়, বেন স্টোকস, জেমস ভিন্স, ডেভিড উইলি, ক্রিস ওকস, মার্ক উড।