ক্রীড়া ডেস্ক : দুই টেস্ট, তিন ওয়ানডে ও দুই টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলতে বাংলাদেশ দল এখন শ্রীলঙ্কায়। ৭ মার্চ থেকে শুরু হবে টেস্ট সিরিজ। এই সিরিজকে সামনে রেখে মঙ্গলবার ১৫ সদস্যের দল ঘোষণা করেছে শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ড।
১৫ সদস্যের দলে সাত ব্যাটসম্যান, চার পেসার ও চার স্পিনার রয়েছেন। বাংলাদেশের বিপক্ষে অভিষেক হতে পারে শ্রীলঙ্কা ‘এ’ দলকে নেতৃত্ব দেওয়া মিলিন্দা পুষ্পকুমারার।
শ্রীলঙ্কার ১৫ সদস্যের স্কোয়াড : রঙ্গনা হেরাথ (অধিনায়ক), দিমুথ করুণারত্নে, নিরোশান ডিকওয়েলা, উপুল থারাঙ্গা, ধনঞ্জয় ডি সিলভা, কুশল মেন্ডিস, আসেলা গুনারত্নে, দিনেশ চান্দিমাল, সুরাঙ্গা লাকমাল, লাহিরু কুমারা, নুয়ান প্রদীপ, ভিকুম সঞ্জয় বান্দারা, দিলরুয়ান পেরেরা, লাকশান সান্দাকান ও মিলিন্দা পুষ্পকুমারা।