ট্রাকচাপায় পোশাক শ্রমিক নিহত,ট্রাক চালককে আটক

নিউজ ডেস্কঃ ঢাকার ধামরাইয়ে ট্রাকের চাপায় হরিপদ সরকার (৩০) নামে এক পোশাক শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় ট্রাক চালককে আটক করেছে পুলিশ।
শনিবার (৩১ আগস্ট) সকালে ধামরাইয়ের সাটুরিয়া-বালিয়া আঞ্চলিক সড়কের বাটুলি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত হরিপদ স্থানীয় একটি পোশাক কারখানায় কর্মরত ছিলেন। তিনি উপজেলার খাগাইল গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।

পুলিশ জানায়, হরিপদ সরকার সকালে তার কর্মস্থলে যাচ্ছিলেন। পথে সাটুরিয়া-বালিয়া আঞ্চলিক সড়কের বাটুলি এলাকায় পেছন থেকে আসা একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এসময় স্থানীয়রা ট্রাক চালককে আটক করে পুলিশে সোপর্দ করে।
এ ব্যাপারে ধামরাই থানার পুলিশ পরিদর্শক দীপক চন্দ্র সাহা বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকার সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।