ট্রাকচাপায় ১ পথচারী নিহত

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার বাইপাস সড়কে ট্রাকচাপায় জালাল উদ্দিন (৩৮) নামে এক পথচারী নিহত হয়েছেন।

এ সময়  আলা উদ্দিন নামে আরো একজন সিএনজি চালিত অটোরিকশা চালক গুরুতর আহত হন।

শনিবার বেলা ১১টার দিকে সোনাইমুড়ী উপজেলার মাইজদী-চাটখিল সড়কের বানুয়াই জামে মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত জালাল ওই উপজেলার বারগাঁও ইউনিয়নের মিয়াপুর গ্রামের মৃত জানা মিয়া মোল্লার ছেলে।

সোনাইমুড়ী থানার এস আই বাবর আলী জানান, সকালে ওই সড়ক দিয়ে জালাল রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির ট্রাক পেছন থেকে তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই সে মারা যায়। ওই সময় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা অটোচালক আলা উদ্দিনকেও ট্রাকটি চাপা দেয়। এতে সে গুরুতর আহত হয়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করে।