ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এক ট্রাফিক কনস্টেবল নিহত

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম : চট্টগ্রামের আনোয়ারা উপজেলার চাতরী চৌমুহনী এলাকায় দ্রুতগামী ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এক ট্রাফিক কনস্টেবল নিহত হয়েছেন। নিহত ট্রাফিক পুলিশের নাম জহিরুল ইসলাম (৩৮)।

বুধবার সকাল ১০টার দিকে চৌমুহনী এলাকায় দায়িত্ব পালনকালে এই দুর্ঘটনা ঘটে।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ জহিরুল হক জানান, সকালে আনোয়ারা চাতরী চৌমুহনী এলাকায় নিয়মিত দায়িত্ব পালনকালে একটি দ্রুতগামী ট্রাক জহিরুল ইসলামকে চাপা দেয়। এ সময় পথচারীরা জহিরুল ইসলামকে উদ্ধার করে দ্রুত চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।