
নাটোর প্রতিনিধি : নাটোর-বগুড়া মহাসড়কের জামতলী এলাকায় ট্রাক খাদে পড়ে দুই গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো দুইজন।
মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে এই দুর্ঘটনা ঘটে। আহতদের নাম-পরিচয় জানা যায়নি।
নিহতরা হলেন কুষ্টিয়ার মিরপুর উপজেলার মালিহাট গ্রামের মৃত মুক্তার হোসেনের ছেলে আব্দুল মান্নান (৫০) ও একই গ্রামের পলানের ছেলে টুকু (৪০)।
হাইওয়ে পুলিশ ফাঁড়ির এস আই হাবিবুল্লাহ জানান, রাতে জয়পুরহাট থেকে কুষ্টিয়া যাওয়ার পথে সিংড়ার জামতলীতে গরু ব্যবসায়ীদের একটি ট্রাকের চালক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে দুই গরু ব্যবসায়ী নিহত ও দুইজন আহত হন।
পরে সিংড়া থানার উপ-পরিদর্শক (এসআই) বাদশা ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে এবং আহতদের সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।