নিজস্ব প্রতিবেদক : রাজধানীতে ত্রুটিপূর্ণ যানবাহন, ট্রাফিক আইন অমান্য করে গাড়ি চালানোসহ নানা অভিযোগের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ।
এ সময় একদিনে রেকর্ডসংখ্যক মোট ৩ হাজার ৫৬৭টি মামলা করেছে ট্রাফিক বিভাগ। মঙ্গলবার ঢাকা মেট্রোপলিটন পুলিশ এ তথ্য জানায়।
পুলিশ আরো জানায়, সোমবার ডিএমপির ট্রাফিক উত্তর, দক্ষিণ, পূর্ব ও পশ্চিম বিভাগের বিভিন্ন এলাকার পয়েন্টে এসব মামলা করা হয়েছে। হাইড্রোলিক হর্ন, হুটার বেকন লাইট, উল্টো পথে চলাচল, কালো গ্লাস ব্যবহার করার কারণে এসব মামলা করা হয়।
পুলিশ আরো জানায়, এসব মামলা করে যানবাহন থেকে মোট ৫ লাখ ৫৬ হাজার ১৫০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। ৭৫টি গাড়ি ডাম্পিংয়ে পাঠানো হয়। অবৈধ পার্কিংসহ নানা অপরাধে ৪১০টি গাড়ি রেকার করে জরিমানা আদায় করা হয়।