ট্রাভেল পাসের আবেদন করেছেন তারেক রহমান

দীর্ঘ ১৭ বছরের নির্বাসন শেষে দেশে ফেরার জন্য ট্রাভেল পাস পেতে লন্ডনের বাংলাদেশ দূতাবাসে আবেদন করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার রাতে পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে।

এদিকে বিএনপির একটি বিশ্বস্ত সূত্র জানিয়েছে, তারেক রহমান এবং তাঁর মেয়ে জাইমা রহমান বিমানের নিয়মিত ফ্লাইটে দেশে ফিরছেন। তাঁরা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-২০২ (বিজি-২০২০ নয়) ফ্লাইটে টিকিট বুকিং করেছেন। ফ্লাইটটি ২৪ ডিসেম্বর স্থানীয় সময় সন্ধ্যা সোয়া ৬টায় লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা হবে এবং ২৫ ডিসেম্বর বেলা ১১টা ৫৫ মিনিটে ঢাকায় অবতরণ করবে।

২০০৮ সালের ১১ সেপ্টেম্বর উন্নত চিকিৎসার জন্য লন্ডনের উদ্দেশে সপরিবার ঢাকা ছেড়েছিলেন তারেক রহমান। দীর্ঘ প্রতীক্ষার পর তাঁর এই প্রত্যাবর্তনকে কেন্দ্র করে বিএনপির নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। তাঁকে সংবর্ধনা জানাতে রাজধানীর ৩০০ ফিট এলাকায় বিশাল জনসমাবেশের প্রস্তুতি নিচ্ছে দলটি।

বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ জানান, বিশেষ কোনো চার্টার্ড ফ্লাইট নয়, বরং নিয়মিত এয়ারলাইনসে সাধারণ যাত্রীদের সঙ্গেই ফিরছেন তাঁদের নেতা। সিলেট হয়ে ঢাকায় অবতরণ করার কথা রয়েছে তাঁদের।

তারেক রহমানের আগমন নির্বিঘ্ন ও শান্তিপূর্ণ করতে ইতিমধ্যে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সঙ্গে আলোচনা করেছে বিএনপি। এদিকে বিজি-২০২ ফ্লাইটের সব টিকিট ইতিমধ্যে বিক্রি হয়ে গেছে বলে জানা গেছে।