আন্তর্জাতিক ডেস্ক : সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে যুক্তরাষ্ট্রের ৪৫তম প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন ব্যবসায়ী থেকে রাজনীতিবিদ বনে যাওয়া ডোনাল্ড ট্রাম্প। ক্ষমতাধর দেশটির প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় এখন বিশ্বনেতারা ট্রাম্পকে অভিনন্দন জানাতে শুরু করেছেন।
বিভিন্ন ইস্যুতে প্রেসিডেন্ট বারাক ওবামা-প্রশাসনের সঙ্গে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সম্পর্কটা কয়েক বছর ধরে অবনতির দিকেই যাচ্ছিল। এছাড়া বৈশ্বিক আধিপত্যের ক্ষেত্রে রাশিয়া-মার্কিন সম্পর্ক বরাবরই উত্তেজনাপূর্ণ।
নির্বাচনের আগে ট্রাম্প প্রশংসার বন্যায় ভাসিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে। এজন্য খোদ নিজের দলেই সমালোচিত হয়েছেন ট্রাম্প। অনেকে অভিযোগ করেছেন, ট্রাম্পের প্রচারণায় পরোক্ষভাবে ভূমিকা ছিল পুতিনের। বুধবার নির্বাচনে জয়ী হওয়ার পর ট্রাম্পকে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন পুতিন । এতে তিনি মস্কো-ওয়াশিংটন সম্পর্ক জোরদার এবং বিভিন্ন আন্তর্জাতিক ইস্যুতে একসঙ্গে কাজ করার আশা প্রকাশ করেছেন।
প্রেসিডেন্ট বারাক ওবামাকে ‘বেশ্যাপুত্র’ বলে গালি দিয়ে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছিলেন ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুতের্তে। তিনি যুক্তরাষ্ট্রের সঙ্গে দীর্ঘদিনের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার ঘোষণাও দিয়েছিলেন। সেই দুতের্তে ট্রাম্পকে ‘উষ্ণ অভিনন্দন’ জানিয়েছেন। তিনি ট্রাম্প প্রশাসনের সঙ্গে পারস্পরিক শ্রদ্ধা ও স্বার্থ বজায় রেখে একসঙ্গে কাজ করার আশা প্রকাশ করেছেন।
ভারতে শিবসেনার মতো চরম উগ্রপন্থী দলগুলো নির্বাচনের আগে ট্রাম্পের পূজাও করেছে। মোদি-ওবামা সম্পর্ক বন্ধুত্বের হলেও পাকিস্তান ইস্যুতে ট্রাম্প কঠোর মনোভাব প্রকাশ করায় তার প্রতিই সমর্থন ছিল ক্ষমতাসীন বিজেপির। ট্রাম্প বিজয়ী হওয়ার পরপর এক টুইটার বার্তায় তাকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান কোনো মন্তব্য না করলেও দেশটির প্রধানমন্ত্রী বিনালি ইলদিরিম অভিনন্দন জানিয়েছেন ট্রাম্পকে। তিনি সন্ত্রাসবাদের বিরুদ্ধে তুরস্কের লড়াইয়ে ট্রাম্প প্রশাসনকে পাশে পাওয়ার আশা প্রকাশ করেছেন।
অন্যান্য বিশ্বনেতাদের মধ্যে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাও অভিনন্দন জানিয়েছেন ট্রাম্পকে।