ট্রাম্পকে মিত্র হিসেবে চান সিরিয়ার প্রেসিডেন্ট

আন্তর্জাতিক ডেস্ক : সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ বলেছেন, নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে তার মিত্র হতে পারেন। তবে তাকে মূল্যায়নে আরো সতর্ক হতে হবে।

পর্তুগালের সরকারি টেলিভিশন চ্যানেল আরটিপিকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেছেন আসাদ। বুধবার বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

আসাদ বলেন, নিজের দেওয়া সন্ত্রাসবিরোধী যুদ্ধের প্রতিশ্রুতি বাস্তবায়ন করলে ট্রাম্প সিরিয়ার ‘স্বাভাবিক মিত্রে’ পরিণত হতে পারেন। তবে ট্রাম্প তার প্রতিশ্রুতি রাখতে পারবেন কি না, সে ব্যাপারে সংশয় আছে।

এর আগে নির্বাচনী প্রচারণার সময় ট্রাম্প বলেছিলেন, একসঙ্গে সিরীয় বাহিনী ও ইসলামিক স্টেটের বিরোধিতা করা পাগলামি। সিরিয়ার সঙ্গে যুদ্ধ পরবর্তী সময়ে রাশিয়ার সঙ্গে যুদ্ধে গড়াতে পারে।

বাশার আল আসাদ বলেন, ‘ট্রাম্প কী করবেন তা আমরা এখনো বলতে পারি না। কিন্তু তিনি যদি সন্ত্রাসীদের বিরুদ্ধে যুদ্ধ করেন তাহলে তিনি আমাদের মিত্রে পরিণত হবেন। রাশিয়া ও ইরানসহ আরো অনেক দেশ যেমন সন্ত্রাসবিরোধী যুদ্ধ করতে এসে আমাদের মিত্রে পরিণত হয়েছে।’

সিরিয়ার প্রেসিডেন্ট বলেন, ‘ইসলামিক স্টেটের বিরুদ্ধে যুদ্ধ করবেন বলে নির্বাচনী প্রচারাভিযানে ট্রাম্প যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, তা ছিল উৎসাহব্যঞ্জক। কিন্তু মার্কিন প্রশাসনের যে স্ববিরোধী অবস্থান এবং মার্কিন গণমাধ্যমের যে বিতর্কিত ভূমিকা রয়েছে, তাকে পাশ কাটিয়ে ট্রাম্প সে প্রতিশ্রুতি পূরণ করতে পারবেন কি? এ কারণে আমাদের পক্ষে এটি এখনো সংশয়যুক্ত। এ কারণেই আমরা তাকে মূল্যায়নে সতর্কতা অবলম্বন করছি।’