ট্রাম্পকে হোয়াইট হাউজে ওবামার আমন্ত্রণ

আন্তর্জাতিক ডেস্ক : প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে হোয়াইট হাউজে আমন্ত্রণ জানিয়েছেন যুক্তরাষ্ট্রের বিদায়ী প্রেসিডেন্ট বারাক ওবামা। বৃহস্পতিবার ট্রাম্পের সঙ্গে প্রথমবারের মতো সাক্ষাৎ করতে যাচ্ছেন ওবামা। হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি জশ আর্নেস্ট বুধবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন।

আর্নেস্ট জানান, বুধবার নির্বাচনের ফল ঘোষণার পর দুই প্রার্থী হিলারি ও ট্রাম্পকে হোয়াইট হাউজে আমন্ত্রণ জানিয়েছেন ওবামা। হিলারি সারা দেশে যে জোরদার নির্বাচনী প্রচারণা চালিয়েছিলেন সেজন্য টেলিফোনে তার প্রশংসা করেছেন ওবামা

হোয়াইট হাউজের এ মুখপাত্র জানান, স্থানীয় সময় বুধবার রাতে নির্বাচনের বিষয়ে একটি বিবৃতি দেবেন ওবামা। এতে তিনি ‘ এই কঠিন নির্বাচন পার করার পর দেশের জন্য একসঙ্গে কিভাবে কাজ করা যায়’ সে ব্যাপারে তিনি কথা বলতে পারেন বলে আশা করা যাচ্ছে।

প্রসঙ্গত, নির্বাচনী প্রচারণাকালে বিভিন্ন বিতর্কিত মন্তব্যের কারণে ট্রাম্প যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট হিসেবে অযোগ্য বলে মন্তব্য করেছিলেন ওবামা। সর্বশেষ গত সপ্তাহেও ওবামা বলেছিলেন, ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার জন্য ‘মেজাজগত দিক থেকে অযোগ্য’।