ট্রাম্পবিরোধী বিক্ষোভ

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পকে বিজয়ী ঘোষণার পর দুদিন পেরিয়ে গেছে। তবে এরপরেও দেশটির বিভিন্ন শহরে ট্রাম্পবিরোধী বিক্ষোভ অব্যাহত রয়েছে। তবে বুধবারের তুলনায় বৃহস্পতিবার রাতে রাস্তায় বিক্ষোভকারীর সংখ্যা কমেছে।

এদিকে, বিক্ষোভ শুরু হওয়ার ৪৮ ঘন্টা পর প্রথমবারের মতো মুখ খুলেছেন ট্রাম্প। তিনি এ বিক্ষোভকে ‘একেবারেই অন্যায্য’ বলে মন্তব্য করেছেন।

বুধবার ট্রাম্পকে বিজয়ী ঘোষণার পরপর যুক্তরাষ্ট্রের ২৫টি শহরে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। সিয়াটলে বিক্ষোভের কাছে এক ব্যাক্তির গুলিতে পাঁচজন আহত হয়েছে। যেসব শহরে ট্রাম্পবিরোধী প্রবল বিক্ষোভ হয়েছে সেগুলোর মধ্যে ক্যালিফোর্নিয়া অন্যতম। এ রাজ্যের বাসিন্দারা যুক্তরাষ্ট্র থেকে আলাদা হয়ে যাওয়ারও হুমকি দিয়েছে।

বৃহস্পতিবার রাতে বিক্ষোভকারীদের সংখ্যা কমেছে। শেষ পর্যন্ত রাস্তায় যাদের দেখা গেছে, তাদের অধিকাংশই ছিল তরুণ। তাদের দাবি, ট্রাম্পের কারণে যুক্তরাষ্ট্রে বর্ণবাদ ও লিঙ্গবৈষম্য বাড়বে। পোর্টল্যান্ডে বিক্ষোভকারীরা বেশ কিছু দোকান ভাংচুর করেছে। তাদের হাতে ব্যাট ও পাথর দেখা গেছে। পুলিশ জানিয়েছে, বিক্ষোভে যারা সহিংস আচরণ ও ভাংচুর করছে তাদেরকে আটক করা হচ্ছে।

বৃহস্পতিবার বিক্ষোভের বিষয়ে প্রথমবারের মতো মুখ খুলেছেন ডোনাল্ড ট্রাম্প। তিনি এক টুইটার বার্তায় বলেছেন, ‘প্রেসিডেন্ট নির্বাচন পক্ষপাতহীন ও সফল হয়েছে। এখন মিডিয়ার উস্কানিতে পেশাদার বিক্ষোভকারীরা বিক্ষোভ করছে। এটা একেবারেই অন্যায্য।’