ট্রাম্পের আগ্রাসী টুইটের বিরুদ্ধে অভিযোগ উত্তর কোরিয়ার

আন্তর্জাতিক ডেস্ক : উত্তর কোরিয়ার সহকারী পররাষ্ট্রমন্ত্রী হান সং রিয়ল অভিযোগ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আগ্রাসী টুইটবার্তা পিয়ংইয়ংয়ের শাসকদের জন্য সমস্যা সৃষ্টি করছে। ট্রাম্প এসবের মাধ্যমে উত্তেজনা ছড়ানোর চেষ্টা করছে।

বার্তা সংস্থা এএফপিকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ কথা বলেছেন।

রিয়ল জানিয়েছেন, উত্তর কোরিয়া তার সুবিধামতো সময়ে পারমাণবিক বোমার পরীক্ষার চালাবে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যুক্তরাষ্ট্র যদি হামলা চালায় তাহলে উত্তর কোরিয়া তার অস্ত্র গুটিয়ে বসে থাকবে না।

এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে উত্তর কোরিয়ার বিরুদ্ধে কোনো ধরণের সামরিক পদক্ষেপ না নেওয়া আহ্বান জানিয়েছে।

বেইজিংয়ে চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই জানিয়েছেন, সংকট মোকাবেলায় আলোচনার টেবিলে ফিরে যাওয়াটাই একমাত্র সমাধান।

তিনি বলেছেন, ‘সামরিক পদক্ষেপ এই সমস্যার সমাধান করতে পারে না। যারা পরিস্থিতি উত্তেজিত করবে, যারা এখানে সমস্যার সৃষ্টি করবে, ঐতিহাসিকভাবে তারা দায়ী থাকবে।’