ট্রাম্পের আবাসিক ভবন ট্রাম্প টাওয়ারে মঙ্গলবার সন্দেহজনক মোড়ক পাওয়া গেছে

আন্তর্জাতিক ডেস্ক : নিউ ইয়র্কে নববির্নাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আবাসিক ভবন ট্রাম্প টাওয়ারে মঙ্গলবার সন্দেহজনক মোড়ক পাওয়া গেছে।

মোড়ক পাওয়ার পর টাওয়ারের লবি থেকে সবাইকে সরিয়ে নেওয়া হয় বলে জানিয়েছেন কর্মকর্তারা। এ নিয়ে ট্রাম্প টাওয়ারে আতঙ্ক সৃষ্টি হয়।

রয়টার্স অনলাইনের এক খবরে বুধবার এ তথ্য জানানো হয়েছে।

নিউ ইয়র্ক সিটি পুলিশের মুখপাত্র জানিয়েছেন, খবর পেয়ে ট্রাম্প টাওয়ারে ছুটে যায় বোমা স্কয়াড। এর কিছু সময় পরে কর্তৃপক্ষ ঘোষণা করে, সব কিছু ঠিক আছে।

নিউ ইয়র্কের ম্যানহাটানে ৫৮ তলাবিশিষ্ট আকাশচুম্বী ভবনে বসবাস করেন ট্রাম্প ও তার পরিবারের সদস্যরা। ঘটনার সময় তিনি সেখানে ছিলেন। বর্তমানে ফ্লোরিডায় নিজস্ব অবকাশকেন্দ্র মার-এ-লাগোয় ছুটি কাটাচ্ছেন তিনি।

৮ নভেম্বর প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী হিলারি ক্লিনটনকে হারিয়ে বিজয়ী হন রিপাবলিকান প্রার্থী ট্রাম্প। এরপর সরকার গঠন প্রক্রিয়ায় ব্যস্ত সময় পার করেন তিনি। মন্ত্রিসভার সব সদস্য ও সরকারের গুরুত্বপূর্ণ পদগুলোতে নিয়োগ প্রায় চূড়ান্ত করেছেন। ২০ জানুয়ারি যুক্তরাষ্ট্রের ৪৫তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন ট্রাম্প।