ট্রাম্পের কাছে পাঠানো পুতিনের একটি চিঠি প্রকাশ

আন্তর্জাতিক ডেস্ক : ডোনাল্ড ট্রাম্পের কাছে পাঠানো রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের একটি চিঠি প্রকাশ করেছে ট্রাম্পের ক্ষমতা গ্রহণ প্রক্রিয়ায় নিযুক্ত টিম।

চিঠি সম্পর্কে ট্রাম্প বলেছেন, ‘ভ্লাদিমির পুতিনের পাঠানো চিঠি খুবই চমৎকার, তার চিন্তাভাবনাও সঠিক।’ চিঠিটি ১৫ ডিসেম্বরে পাঠানো হয়।

গত বৃহস্পতিবার দুই নেতা তাদের দেশের পারমাণবিক অস্ত্রের কার্যক্রম বাড়ানোর ঘোষণা দিয়েছেন। এর আগে জাতিসমূহকে অস্ত্র প্রতিযোগিতায় স্বাগত জানান ট্রাম্প।

টুইটারে পরমাণু অস্ত্র সক্ষমতা বাড়ানোর ঘোষণা দেওয়ার পর এক সংবাদপত্রকে ট্রাম্প বলেন, ‘অস্ত্র প্রতিযোগিতা হতে দেওয়া হোক, কারণ প্রতিটি ক্ষেত্রে আমরা তাদের ছাড়িয়ে যাব এবং প্রতিযোগিতায় দীর্ঘস্থায়ী হব।’

বৃহস্পতিবার ট্রাম্প তার টুইটে বলেন, ‘যুক্তরাষ্ট্র অবশ্যই পরমাণু শক্তি বাড়াবে এবং পরমাণু সক্ষমতা সম্প্রসারিত করবে।’ একই দিন এর কয়েক ঘণ্টা আগে রুশ প্রেসিডেন্ট পুতিন বলেন, পরমাণু শক্তি বাড়িয়ে সামরিক বাহিনীর সক্ষমতা বাড়ানো হবে।

ট্রাম্পের ক্ষমতা গ্রহণ প্রক্রিয়ায় কাজ করা টিম পুতিনের দেওয়া চিঠি সম্পর্কে চিঠি সম্পর্কে ইতিবাচক মূল্যায়ন করেছে। চিঠিতে পুতিন আশা প্রকাশ করেছেন, রাশিয়া ও যুক্তরাষ্ট্র গঠনমূলক ও প্রায়োগিক দিক থেকে দ্বিপক্ষীয় সম্পর্কোন্নয়নে কাজ করবে। আন্তর্জাতিক অঙ্গনে নতুন মাত্রায় দুই দেশের সম্পর্ক বিস্তারের কথা বলেছেন পুতিন।

বিশেষজ্ঞদের ধারণা, পুতিন বিশ্বাস করেন, রাশিয়ার ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা প্রত্যাহার করবেন ট্রাম্প। ক্রিমিয়ায় আগ্রাসন ও ইউক্রেন থেকে ক্রিমিয়াকে বিচ্ছিন্ন করে নেওয়ার প্রতিবাদে অর্থনৈতিক এ নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র।

শুক্রবার মস্কোয় বাৎসরিক মিডিয়া ব্রিফিংয়ে পুতিন বলেন, ট্রাম্পের টুইটে উল্লেখযোগ্য কিছু দেখছেন তিনি। তা ছাড়া তিনি যুক্তরাষ্ট্রকে শক্তিশালী আগ্রাসনকারী হিসেবে দেখছেন না।

প্রেসিডেন্ট পুতিন ও রাশিয়া সরকারের ঘনিষ্ট হিসেবে বিবেচনা করা হচ্ছে ট্রাম্পকে। এ নিয়ে রিপাবলিকান ও ডেমোক্র্যাট শিবিরে সমালোচিত হচ্ছেন ট্রাম্প। পররাষ্ট্রমন্ত্রী হিসেবে রেক্স টিলারসনকে বেছে নেওয়ায় ট্রাম্প তীব্র সমালোচনার মুখে রয়েছেন। কারণ, রেক্স টিলারসনকে রাশিয়াপন্থি হিসেবে মনে করা হয়।

এক্সনমোবিলের প্রাক্তন প্রধান নির্বাহী রেক্স টিলারসন রাশিয়ার রাষ্ট্রীয় তেল কোম্পানি রসনেফটের সঙ্গে কাজ করেছেন। যুক্তরাষ্ট্র রাশিয়ার ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করলে এর প্রতিবাদ জানান টিলারসন। ২০১৩ সালে রাশিয়া তাকে ‘অর্ডার অব ফ্রেন্ডশিপ’ পুরস্কারে ভূষিত করেন।
রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে সুসম্পর্কের বার্তা জোরদার হওয়ায় রাশিয়ায় স্বস্তির হাওয়া বইছে। পুতিন ও ট্রাম্পের ছবি, মুখোশ বিক্রি হচ্ছে রাশিয়ার রাস্তায় রাস্তায়।
তথ্যসূত্র : বিবিসি অনলাইন।