ট্রাম্পের গলফ বলে হোঁচট খেলেন বাইডেন

আন্তর্জাতিক ডেস্কঃ বিমানে উঠতে গিয়ে কয়েকবার হোঁচট খান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। আর সেই পড়ে যাওয়া কেন্দ্র করে এবার শুরু হয়েছে আলোচনা-সমালোচনা। মার্কিন প্রেসিডেন্টের হোঁচট খাওয়া নিয়ে এবার উপহাস করলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পুত্র জুনিয়র ট্রাম্প। জুনিয়র ট্রাম্প উপহাস করে জো বাইডেনের উদ্দেশ্যে তার টুইটার অ্যাকাউন্টে একটি এডিট করা ভিডিও শেয়ার করেছেন।

সেই ডিভিওতে দেখানো হয়েছে জো বাইডেন বিমানে উঠতে গিয়ে হোঁচট খেয়েছেন আর পাশে ডোনাল্ড ট্রাম্প মাঠে গলফ খেলছেন। সেখানে বাইডেনকে হোঁচট খেতে পড়ে যাওয়ার আগে দেখা যায় ট্রাম্প গলফ বলে শর্ট করছেন আর তা বাইডেনের মাথায় লাগায় বাইডেন বারবার পড়ে যাচ্ছেন।

শুক্রবার জো বাইডেন বিমানে চড়তে গিয়ে সিঁড়িতে পরপর তিনবার হোঁচট খান। প্রথম দুবার নিজেকে প্রায় সামলে নিলেও তৃতীয়বার তিনি নিচে পড়ে যান। এর ফলে দেশের প্রেসিডেন্ট হিসেবে তার শারীরিক ফিটনেস নিয়ে প্রশ্ন জোরালো হয়েছে। অবশ্য মুহূর্তের মধ্যে তিনি নিজেকে সামলে নিয়ে উঠে দাঁড়ান এবং বিমানের বাকি সিঁড়িগুলো অতিক্রম করে বিমানে উঠে যান।

বিমানবন্দরে বসানো বেশ কয়েকটি ক্যামেরায় নানারকম অ্যাঙ্গেলে বাইডেনের হোঁচট খাওয়ার দৃশ্য ধরা পড়ে। এর আগে গত বছরের শেষ দিকেও একবার পায়ে চোট পেয়েছিলেন বাইডেন। ওই সময় নিজের পোষা কুকুরের সঙ্গে খেলার সময় পায়ে আঘাত পান তিনি। তখন এ নিয়ে তাকে চিকিৎসকের শরণাপন্নও হতে হয়েছিল।