ট্রাম্পের ট্রানজিশনাল টিমে ছেলে মেয়ে জামাতা

আন্তর্জাতিক ডেস্ক : নব-নির্বাচিত মার্কিন প্রসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার ক্ষমতা গ্রহণ প্রক্রিয়ার অংশ হিসেবে ট্রানজিশনাল টিম গঠন করেছেন।

এ টিমের এক-চতূর্থাংশই ট্রাম্পের পরিবারের সদস্য। ১৬ সদস্যের নির্বাহী কমিটিতে রয়েছে ট্রাম্প কন্যা ইভাঙ্কা, তার ছেলে এরিক ও ডোনাল্ড জুনিয়র এবং তার জামাতা জ্যারেড কুশনার।

টিমের প্রধান হিসেবে থাকছেন নির্বাচিত নতুন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স।

৩৫ বছরের ইভাঙ্কা ট্রাম্প তিন সদস্যের জননী। ট্রম্পের প্রচারাভিযানের সময়ও বেশির ভাগ সমাবেশে বক্তব্যও রাখেন তিনি। রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে ট্রাম্পকে পরিচয়ও করিয়ে দেন তিনি।

ট্রাম্প অর্গানাইজেশনের উন্নয়ন ও একুজিশন বিভাগের নির্বাহী প্রেসিডেন্ট এরিক। তিনি এরিক ট্রাম্প ফাউন্ডেশনও গড়ে তোলেন। শিশু গবেষণা বিষয়ক হাসপাতালের জন্য তিনি অর্থ সংগ্রহের দায়িত্বে রয়েছেন। এছাড়া তিনি তার বাবার ১৮ টি গলফ কোর্সও দেখভাল করেন।

ট্রাম্পের বড় ছেলে ডোনাল্ড ট্রাম্প জুনিয়র ট্রাম্প অরগানাইজেশনের নির্বাহী ভাইস প্রেসিডেন্ট। ৩৮ বছরের ডোনাল্ড জুনিয়র দ্য এপ্রিনটিসের একজন অতিথি উপদেষ্টা।

৩৫ বছরের কুশনার হার্ভার্ড থেকে গ্রাজুয়েশন করে ২০০৯ সালে ইভাঙ্কাকে বিয়ে করেন। নব-নির্বাচিত প্রেসিডেন্টের অনলাইন ও সামাজিক গণমাধ্যম বিষয়ক প্রচারাভিযানের দায়িত্বও ছিল তার হাতে।

প্রেসিডেন্ট জিমি কার্টারের পর এই প্রথম নতুন ভাইস প্রেসিডেন্টকে ট্রানজিশনাল টিমের প্রধান হিসেবে নিয়োগ দেয়া হলো।

এক বিবৃতিতে ট্রাম্প বলেন, প্রাথমিক কাজগুলো পেন্স সেরে রাখবেন। এরপর আমরা দেশ গঠনের জরুরি কজগুলো শুরু করবো। এ ক্ষেত্রে তিনি সবার আগে স্থান দেন কর্মসংসংস্থান ও নিরাপত্তার বিষয়টির উপর।