মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রে সফররত সৌদি যুবরাজের সম্মানে মঙ্গলবার হোয়াইট হাউসে এক জমকালো নৈশভোজের আয়োজন করেন। এই ভোজে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পর্তুগিজ ফুটবল মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদো ও ধনকুবের ইলন মাস্ক।
সৌদি ক্লাব আল নাসরের হয়ে খেলছেন রোনালদো। মানবাধিকার নিয়ে নানা প্রশ্ন থাকলেও কাড়ি কাড়ি অর্থ খরচ করে তারকাদের দলে ভেড়াচ্ছে মরুভূমির এই দেশটি। রোনালদোও সেই আকর্ষণে সেখানে পাড়ি জমানো অভিজ্ঞ খেলোয়াড়দের একজন।
৪০ বছর বয়সী এই তারকার সঙ্গে সৌদি ক্লাবের চুক্তি এই গ্রীষ্মেই শেষ হতে চলেছে। প্রেসিডেন্ট ট্রাম্প ও সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান হলে প্রবেশের ঠিক আগ মুহূর্তেই ট্রাম্পের টেবিলের সামনের দিকে নিজের আসন গ্রহণ করেন রোনালদো।
নৈশভোজের আগে বক্তৃতায় ট্রাম্প বলেন, ‘আমার ছেলে রোনালদোর বড় ভক্ত।’
এসময় ট্রাম্পের ১৯ বছর বয়সী ছেলে ব্যারনের সঙ্গে রোনালদোর দেখা হয়। এ বিষয়ে ট্রাম্প বলেন, ‘আমি মনে করি, এখন সে আগের চেয়ে (ব্যারন) তার বাবাকে একটু বেশি সম্মান করে, শুধু তোমার (রোনালদো) সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার কারণে।’
ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোও নৈশভোজে ছিলেন। ২০২৬ বিশ্বকাপ যুক্তরাষ্ট্রের যৌথ আয়োজনে হতে যাওয়ায় এর আগেও তাকে এখানে দেখা গেছে।
গত রোববার পর্তুগাল আগামী বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে। রোনালদো জানিয়েছেন, আগামী বিশ্বকাপই হবে ‘নিশ্চিতভাবে’ তার শেষ বিশ্বকাপ।
এই অভিজাত নৈশভোজে স্পেসএক্স ও টেসলার কর্ণধার ইলন মাস্কও উপস্থিত ছিলেন। মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে বিশ্বের শীর্ষ এই ধনীর সম্পর্কের চরম অবনতি ঘটেছিল, তবে তার উপস্থিতি প্রমাণ করে যে সেই তিক্ততা এখন অনেকটা কেটে গেছে।
দক্ষিণ আফ্রিকায় জন্ম নেওয়া মাস্ক খরচ কমানোর জন্য গঠিত ‘ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিসিয়েন্সি’ (ডিওজিই)-এর প্রধান হিসেবে পাঁচ মাস দায়িত্ব পালন করেছেন। এর আগে গত মে মাসে ট্রাম্পের সঙ্গে সৌদি সফরেও গিয়েছিলেন তিনি।
তবে জুলাই মাসে তাদের সম্পর্কে ফাটল ধরে। মাস্ক ট্রাম্পের তথাকথিত ‘বিশাল ও সুন্দর’ ব্যয় বিলের সমালোচনা করেন। এরপর তিনি মন্তব্য করেন যে, প্রয়াত যৌন অপরাধী জেফরি এপস্টাইন সংক্রান্ত তদন্ত ফাইলে প্রেসিডেন্টের নাম রয়েছে।
এর জবাবে ট্রাম্প মাস্ককে যুক্তরাষ্ট্র থেকে বের করে দেওয়ার (ডিপোর্টেশন) হুমকি দিয়েছিলেন।
মাস্ককে নৈশভোজে মোমবাতির আলোয় অতিথিদের সঙ্গে গল্প করতে দেখা যায়। তবে তিনি ট্রাম্পের টেবিলে ছিলেন না।
নৈশভোজে ট্রাম্প সৌদি যুবরাজকে ‘নেতৃত্বগুণ সম্পন্ন মানুষ’ হিসেবে প্রশংসা করেন। এর আগে তিনি ২০১৮ সালে সৌদি সাংবাদিক জামাল খাশোগি হত্যার ঘটনায় যুবরাজের পক্ষ নিয়েছিলেন।


