আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী প্রার্থী ডোনাল্ড ট্রাম্প তার বিজয় ভাষণে ঐক্য ও ন্যায়কে গুরুত্ব দিলেন।
সবাইকে নিয়ে নতুন যুক্তরাষ্ট্র গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। এ ছাড়া আমেরিকা ও বিশ্বের সব মানুষের সঙ্গে ন্যায় আচরণ করার কথা বলেছেন ট্রাম্প।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল ঘোষণা হওয়ার পর নিউ ইয়র্কে নিজ কার্যালয়ে ডোনাল্ড ট্রাম্প সমর্থকদের উদ্দেশে বিজয় ভাষণ দেন। তার বিরুদ্ধে অভিযোগ ছিল, তিনি আমেরিকাকে বিভক্ত করে ফেলেছেন। ঘৃণা ও সহিংসতা ছড়াচ্ছেন। সেই বিষয়টি তার বিজয় ভাষণে গুরুত্ব পেল এবং তিনি নিশ্চয়তা দিলেন, ঐক্যবদ্ধভাবে দেশ পরিচালনা করবেন তিনি আর তার সময়ে সবাই ন্যায় পাবে।
বিজয় ভাষণের সময় ট্রাম্প তার প্রচারশিবির, ক্যাম্পেইন ম্যানেজার, সমর্থক, ভোটার ও তার পরিবারের সদস্যদের ধন্যবাদ জানান। উচ্ছ্বসিত ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের হারানো গৌরব তিনি ফিরিয়ে আনবেন।