ট্রাম্পের বিরুদ্ধে তদন্তের চলবে এফবিআই প্রধান; ট্রাম্পের না

আন্তজার্তিক ডেক্সঃ মার্কিন নির্বাচনে রাশিয়ার সহযোগিতার অভিযোগ ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে । শোনা যায় তার বিরুদ্ধে তদন্তে নেমেছে গোয়েন্দা সংস্থা । সেই তদন্তের বিষয়ে এবার মুখ খুললেন ট্রাম্প ; তিনি বলেন আমার বিরুদ্ধে কোন তদন্ত হচ্ছে না। এক সংবাদ সম্মেলনে এদাবি করেন ট্রাম্প । তার আগে এফবিআই’র প্রধান বলেন; তদন্ত চলছে ।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তার বিরুদ্ধে কোন তদন্ত হচ্ছে না।

এদিকে, গোয়েন্দা সংস্থাটির ভারপ্রাপ্ত পরিচালক এ্যান্ড্রু ম্যাকাবে মার্কিন কংগ্রেসকে জানিয়েছেন, রাশিয়া নিয়ে জোরেসোরে তদন্ত চালিয়ে যাবে এফবিআই।

এরপরই মি. ট্রাম্প ঐ বক্তব্য দেন।

ডোনাল্ড ট্রাম্প বলেছেন, মার্কিন বিচার বিভাগ সুপারিশ না করলেও তিনি এফবিআই এর প্রধান জেমস কোমিকে বরখাস্ত করতেন।

মার্কিন টিভি নেটওয়ার্ক এনবিসিকে দেয়া সাক্ষাতকারে মি. ট্রাম্প মি. কোমিকে ‘নাটক করছিলেন’ বলে সমালোচনা করেন।

এর ফলে এফবিআই সংকটের মধ্যে পড়েছিল বলেও মন্তব্য করেন মি. ট্রাম্প।

তবে, মি. ট্রাম্পের নির্বাচনী প্রচারণা দলের সঙ্গে রাশিয়ার কোন সংশ্রব ছিল কিনা, সেনিয়ে তদন্ত বন্ধে তিনি মি. কোমির ওপর চাপ প্রয়োগ করেছিলেন, এমন অভিযোগ তিনি নাকচ করে দেন।