আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের হাসপাতালগুলোর প্রতিনিধিত্বকারী একটি ব্যবসায়ী গোষ্ঠী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-সমর্থিত রিপাবলিকানদের স্বাস্থ্যনীতির বিরোধিতা করেছে।
যুক্তরাষ্ট্রের হাসপাতাল মালিকদের সংগঠন আমেরিকান হসপিটালস অ্যাসোসিয়েশন (এএইচএ) আশঙ্কা করছে, এই স্বাস্থ্যনীতির বিল পাস হলে দরিদ্র জনগোষ্ঠী বিমা সুবিধা হারাবে। হতদরিদ্র মানুষদের জন্য বর্তমান বিলের বিধানগুলো তাদের দ্বিধায় ফেলবে।
নতুন স্বাস্থ্যনীতির খসড়া প্রকাশের পর এ নিয়ে তুমুল বিতর্কে জড়িয়ে পড়ে বিবদমান পক্ষগুলো। ডেমোক্র্যাটরা এ বিলের নিন্দা জানায় এবং রিপাবলিকানদের একটি অংশের মধ্যেও এ নিয়ে অসন্তোষ দেখা দেয়। তবে প্রতিবন্ধকতা দূরে ঠেলে বিলটি পাসের জন্য আইনপ্রণেতাদের সমর্থন আদায় করতে বুধবার বৈঠক করেন ট্রাম্প।
আগের প্রেসিডেন্ট বারাক ওবামার স্বাস্থ্যনীতি বাতিল করে তার স্থানে ‘আমেরিকান হেলথ কেয়ার অ্যাক্ট’ নতুন বিলটি আনা হয়েছে। এই বিল পাস হলে ওবামাকেয়ার নামে পরিচিত স্বাস্থ্যনীতি বাতিল হয়ে যাবে।
ট্রাম্পের স্বাস্থ্যনীতির গুরুত্বপূর্ণ বিষয়ের মধ্যে রয়েছে-
ভবিষ্যতে চিকিৎসা সহায়তায় কেন্দ্রীয় বরাদ্দ কমানো। এই সুবিধা পেত নিম্ন আয়ের মানুষ।
সবাই বিমার আওতায় আসবে, এই বিধান বিলুপ্ত করা
ভর্তুকির স্থলে ট্যাক্স ক্রেডিট চালু করা
ওবামার প্রণীত ‘অ্যাফোর্ডেবল কেয়ার অ্যাক্ট’-এর অধীনে যত মানুষ বিমা সুবিধার আওতায় এসেছিল, নতুন বিলের সুফল তত মানুষের কাছে পৌঁছাবে না। তবে ঠিক কতসংখ্যক মানুষ নতুন বিলের স্বাস্থ্যসেবা পাওয়ার আওতায় আসবে, তাও সঠিকভাবে বলা এখনই সম্ভব নয়।
ট্রাম্পের স্বাস্থ্যনীতির বিলটি এখন দুটি কংগ্রেশনাল কমিটি পর্যালোচনা করে দেখছে। এরপর এটি পাসের জন্য সিনেট ও প্রতিনিধি পরিষদে উত্থাপন করা হবে।
৫০০টি হাসপাতাল ও চিকিৎসাবিষয়ক প্রতিষ্ঠান আমেরিকান হসপিটাস অ্যাসোসিয়েশনের সদস্য। কংগ্রেসের কাছে পাঠানো এক চিঠিতে তারা বলেছেন, কংগ্রেশনাল বাজেট অফিসের কাছে পর্যাপ্ত হিসাব না থাকায় বিলের কার্যকারিতা অনুমান করতে গিয়ে ব্যাপক ক্ষতি হয়ে গেছে।
এদিকে, ডেমোক্রেটিক পার্টি থেকে বলা হয়েছে, হাসপাতালগুলো যদি রিপাবলিকানদের বিলের বিরোধিতা করে, তাহলে অবশ্যই বিলটি সংশোধন করতে হবে।