আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বড় মেয়ে ইভানকা ট্রাম্পের সঙ্গে বাদানুবাদের জেরে এক যাত্রীকে বিমান থেকে নামিয়ে দেয়া হয়েছে। বৃহস্পতিবার নিউ ইয়র্কের জন এফ কেনেডি বিমানবন্দরে এ ঘটনা ঘটেছে।
পরিবারের সঙ্গে ছুটি কাটাতে বৃহস্পতিবার ইভানকা জেটব্লু এয়ারওয়েজের একটি ফ্লাইটে হাওয়াই দ্বীপপুঞ্জে যাচ্ছিলেন। বিমানে আসন নেয়ার পরই একজন যাত্রী গায়ে পড়েই ইভানকার সঙ্গে বাদানুবাদে জড়িয়ে পড়েন। এসময় ওই ব্যক্তি ইভানকাকে বলেন, ‘তোমার বাবা দেশকে ধ্বংস করছে।’
তিনি বলতে থাকেন, ‘ইভানকা আমাদের ফ্লাইটে কেন ? তার ব্যক্তিগত বিমানে যাতায়াত করা উচিত।’ এ নিয়ে সামান্য কথা কাটাকাটি হয়। জেটব্লুর পক্ষ থেকে বলা হয়েছে, এ ঘটনার পর ওই যাত্রীকে বিমান থেকে নামিয়ে দেয়া হয়েছে। তাকে অন্য একটি বিমানে পরে উঠিয়ে দেয়া হয়েছে।
ফ্লাইট থেকে নামিয়ে দেয়া ওই যাত্রীর নাম ড্যান গোল্ডস্টেইন। তার স্ত্রী ম্যাথু ল্যান্সার টুইটারে লিখেছিলেন ‘আমার স্বামী শান্ত কন্ঠেই তার অসন্তুষ্টির কথা বলেছেন। কিন্তু জেটুব্লু এর কর্মীরা সেটাকে অতিরিক্ত আওয়াজ ভেবেছে এবং আমাদেরকে বিমান থেকে নামিয়ে দিয়েছে।’
ডোনাল্ড ট্রাম্পের প্রথম স্ত্রী ইভানার সন্তান ইভানকা । ট্রাম্পের সন্তানদের মধ্যে সবচেয়ে বেশি পরিচিত তিনি।