
আন্তর্জাতিক ডেস্কঃ আলোচিত-সমালোচিত মার্কিন ইতিহারের সবথেকে বেশি বিতর্কের সৃষ্টিকারী প্রেসিডেন্ট ছিলেন ডোনাল্ড ট্রাম্প। নানা কারণে তাকে বিভিন্ন সময় নিষিদ্ধ করে জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো। তাদের মধ্যে অন্যতম টুইটার, ফেসবুকসহ নানা সামাজিক মাধ্যমে তাকে নিষিদ্ধ করে বিভিন্ন বক্তব্য ও পোষ্টের কারণে। তাই আমেরিকার সাবেক এই প্রেসিডেন্ট নিজ উদ্যোগে তৈরী করবেন স্যোশাল মিডিয়া। মূলধারার সবকটি সামাজিক যোগাযোগের মাধ্যম থেকে নিষিদ্ধ হওয়ায় এবার নিজেই একটি প্রতিষ্ঠান তৈরির উদ্যোগ নিয়েছেন তিনি। ট্রাম্পের এই উদ্যোগ সফল হলে নিজের সোশ্যাল মিডিয়া থেকে আবারও সক্রিয় হবেন তিনি।
ট্রাম্পের উপদেষ্টা জ্যাসন মিলার যুক্তরাষ্ট্রের গণমাধ্যম ফক্স নিউজকে জানান, তার ধারণা আগামী দুই থেকে তিন মাসের মধ্যেই ডোনাল্ড ট্রাম্প নিজস্ব প্ল্যাটফর্ম নিয়ে আবার সামাজিক যোগাযোগের মাধ্যমে ফিরে আসবেন। তার এই প্ল্যাটফর্ম সামাজিকমাধ্যমে অত্যন্ত জনপ্রিয় হবে বলে দাবি করেছেন তিনি।
ট্রাম্পের উপদেষ্টা জ্যাসন মিলার যুক্তরাষ্ট্রের গণমাধ্যম ফক্স নিউজকে জানান, তার ধারণা আগামী দুই থেকে তিন মাসের মধ্যেই ডোনাল্ড ট্রাম্প নিজস্ব প্ল্যাটফর্ম নিয়ে আবার সামাজিক যোগাযোগের মাধ্যমে ফিরে আসবেন। তার এই প্ল্যাটফর্ম সামাজিকমাধ্যমে অত্যন্ত জনপ্রিয় হবে বলে দাবি করেছেন তিনি।
মিলার জানান, নতুন এই প্রকল্প নিয়ে এরই মধ্যে ফ্লোরিডার নিজ রিসোর্টে বেশ কয়েকটি টিমের সঙ্গে ‘বড় ধরনের’ কয়েকটি বৈঠক করেছেন ট্রাম্প। বিষয়টি নিয়ে বেশ কয়েকটি কোম্পানিও সাবেক এই প্রেসিডেন্টের সঙ্গে যোগাযোগ করেছে।
এ বছরের জানুয়ারি মাসে ওয়াশিংটন ডিসির ক্যাপিটল হিলে যুক্তরাষ্ট্রের কংগ্রেস ভবনে ভয়াবহ সহিংসতার পর ট্রাম্পের টুইটার ও ফেসবুক অ্যাকাউন্ট স্থগিত করে করা হয়। গত ১০ বছরের বেশি সময় ধরে যোগাযোগের জন্য টুইটার ব্যবহার করে আসছিলেন ট্রাম্প। টুইটারে প্রায় ৯ কোটি অনুসারী ছিল ট্রাম্পের।
সূত্র: বিবিসি