আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বেশ চালাক মানুষ। তিনি দ্রুত তার দায়-দায়িত্ব বুঝতে সক্ষম হবেন। রোববার রাশিয়ার এনটিভি টিভিকে দেয়া সাক্ষাৎকারে পুতিন এ কথা বলেছেন।
ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর পুতিন বলেছিলেন, যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যকার সম্পর্ক পুর্নজীবিত করতে ট্রাম্প সহায়তা করবেন বলে তিনি আশা করেন। এর আগে নির্বাচনী প্রচারণার সময় ট্রাম্পও রাশিয়া ও পুতিনের প্রশংসা করেছিলেন।
পুতিন বলেন, ‘ ট্রাম্প উদ্যোক্তা ও ব্যবসায়ী ছিলেন। তিনি ইতিমধ্যে রাষ্ট্রের কর্ণধার হয়েছে। তিনি এখন বিশ্বের নেতৃস্থানীয় দেশ যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপ্রধান।’
রাশিয়ার প্রেসিডেন্ট বলেন, ‘তিনি (ট্রাম্প) যেহেতু ব্যবসায় সাফল্য অর্জন করেছেন, সেহেতু বোঝাই যায়, তিনি চালাক মানুষ। আর যদি তিনি চালাক হন, তাহলে তিনি তার দায়িত্বের পরবর্তী পর্যায় দ্রুত বুঝতে সক্ষম হবেন। আমরা ধারণা করছি, তিনি এমন অবস্থান থেকেই তার দায়িত্ব পালন করবেন।’
রাশিয়ার সঙ্গে পশ্চিমা বিশ্বের শীতল সম্পর্কের বিষয়ে পুতিন বলেন, ‘পরিস্থিতি এখন বদলাচ্ছে। আমি মনে করি এটা আর গোপনীয় বিষয় নয়। প্রত্যেকেই এটা দেখছে যে, আমাদের অনেক সহযোগী রাষ্ট্র আন্তর্জাতিক নীতি-আইন মেনে চলতে পছন্দ করছে। কারণ বিশ্বের ক্ষমতার ভারসাম্য দ্রুত পুনরধিষ্ঠিত হচ্ছে।’