আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের প্রার্থী ডোনাল্ড ট্রাম্প সম্পর্কে তার স্ত্রী মেলানিয়া ট্রাম্প বলেছেন, তার স্বামী নিখাঁদ ভদ্রলোক এবং যে নারীরা দাবি করেছেন ট্রাম্প তাদের যৌন হয়রানি করেছেন তারা মিথ্যা কথা বলছেন।
সোমবার একটি টেলিভিশন চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে এ দাবি করেছেন তিনি।
নারীদের নিয়ে করা ট্রাম্পের কিছু মন্তব্যের অডিও-ভিডিও গত ৭ অক্টোবর প্রকাশিত হয়। ২০০৫ সালে করা এ মন্তব্যগুলো যেমন ছিল অশ্লীল, তেমন ছিল নারীর জন্য অবমাননাকর। এ ঘটনার কয়েকদিন পর কয়েকজন নারী অভিযোগ করেন ট্রাম্প তাদের যৌন হয়রানি করেছেন।
নারীদের সম্পর্কে ট্রাম্পের মন্তব্যের বিষয়ে মেলানিয়া বলেন, এসব মন্তব্য অপ্রত্যাশিত। তবে তিনি যে মানুষটিকে চেনেন এটা তার সঙ্গে বেমানান।
ট্রাম্পের এসম মন্তব্যকে ‘বালকসুলভ’ বলেও দাবি করে সাবেক এই মডেল বলেন, এসবের জন্য টিভি উপস্থাপক বিলি বুশ তার স্বামীকে উদ্বুদ্ধ করেছিলেন।
তিনি বলেন, ‘ আমি আমার স্বামীকে বিশ্বাস করি। আমার স্বামী দয়ালু ও ভদ্রলোক। এ ধরণের কাজ তিনি কিছুতেই করতে পারেন না।