ট্রাম্প মনোনীত নেভি সেক্রেটারির নাম প্রত্যাহার সরকার গঠনে আবারও ধাক্কা খেলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক : নেভি সেক্রেটারি পদে মনোনীত ব্যক্তি নাম প্রত্যাহার করে নেওয়ায় সরকার গঠনে আবারও ধাক্কা খেলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

সরকারের স্বার্থবিষয়ক আইনের সঙ্গে সাংঘর্ষিক হওয়ায় দ্বিতীয়বার ট্রাম্পের মনোনীত কোনো ব্যক্তি নাম প্রত্যাহার করে নিলেন।

যুক্তরাষ্ট্রে নেভি সেক্রেটারি ‘নৌবাহিনী মন্ত্রী’ হিসেবে দায়িত্ব পালন করেন। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে হলেও নেভি সেক্রেটারি নৌবাহিনীর প্রধান নির্বাহী এবং মার্কিন মন্ত্রিসভার সদস্য।

সাবেক গোয়েন্দা কর্মকর্তা ফিলিপ বিলডেনকে গত মাসে নেভি সেক্রেটারি পদে মনোনয়ন দেন ট্রাম্প। তার নিয়োগ চূড়ান্ত করতে সিনেট কমিটিতে শুনানি হয়। কিন্তু বিলডেন মনে করেন, সরকারের নৈতিক কার্যালয়কে সন্তুষ্ট করতে ব্যর্থ হয়েছেন তিনি। ফলে মনোনয়ন থেকে নিজের নাম প্রত্যাহার করে বিলডেন।

এখন নেভি সেক্রেটারি ও আর্মি সেক্রেটারি পদে ট্রাম্পকে নতুন ব্যক্তিদের নাম ঘোষণা করতে হবে।

এর আগে সেক্রেটারি আর্মি পদে ভিনসেন্ট ভায়োলার নাম ঘোষণা করেছিলেন ট্রাম্প। কিন্তু এ মাসের গোড়ার দিকে তিনিও নাম প্রত্যাহার করে নেন।

এক বিবৃতিতে প্রতিরক্ষামন্ত্রী জেমস ম্যাটিস বলেছেন, ‘আমি হতাশ। কিন্তু বিলডেনের সিদ্ধান্তের কারণও আমি জানি। শিগগিরই আমি কারো নাম প্রেসিডেন্ট ট্রাম্পের কাছে সুপারিশ করব, যিনি আমাদের নৌবাহিনী ও মেরিন সেনাদের পরিচালনা করতে পারবে।’