বিনোদন ডেস্ক : ফ্রান্সের রাজধানী প্যারিসে অবস্থিত আইফেল টাওয়ারে প্রকাশ করা হবে রণবীর সিং এবং বাণী কাপুর অভিনীত বেফিকর সিনেমার ট্রেইলার।
আগামী ১০ অক্টোবর অনুষ্ঠিত হবে এই ট্রেইলার প্রকাশনা অনুষ্ঠান।
আইফেল টাওয়ার ভালোবাসার প্রতীক হিসেবে বিশ্বে পরিচিত। এবারই প্রথম কোনো সিনেমার ট্রেইলার প্রকাশ হচ্ছে এখানে।
পোস্টার প্রকাশের পর থেকেই আলোচনায় রয়েছে সিনেমাটি। কারণ সব পোস্টারেই চুম্বনরত অবস্থায় দেখা গেছে রণবীর এবং বাণীকে। এছাড়া সিনেমার একটি পুরো গানজুড়েই ছিল চুমু।
বেফিকর সিনেমার প্রেক্ষাপট ভালোবাসার শহর খ্যাত প্যারিস। সিনেমাটি পরিচালনা করছেন আদিত্য চোপড়া এবং প্রযোজনা করছে যশ রাজ ফিল্মস। আগামী ৯ ডিসেম্বর মুক্তি পাবে সিনেমাটি।