সচিবালয় প্রতিবেদক : বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব চক্ষু হাসপাতাল ও ট্রেনিং ইনস্টিটিউটের সেবা ও ব্যবস্থাপনার আধুনিকায়নে সহায়তা করবে ভারতের বিশ্বখ্যাত অরবিন্দ আই কেয়ার সিস্টেমের বিশেষজ্ঞরা।
তারা বাংলাদেশের চক্ষু চিকিৎসক ও নার্সদের প্রয়োজনীয় প্রশিক্ষণ প্রদানের পাশাপাশি ব্যবস্থাপনার আধুনিকায়নে সফটওয়্যার স্থাপনসহ তথ্য প্রযুক্তির ব্যবহারেও সহযোগিতা করবেন।
সোমবার সচিবালয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিমের সাথে সাক্ষাৎকালে অরবিন্দ আই হসপিটালের চিকিৎসক প্রতিনিধিরা একথা জানান। অরবিন্দ আই কেয়ার সিস্টেমের নির্বাহী পরিচালক ডা. তুলসীরাজ এবং চেয়ারম্যান ডা. রবিন্দ্রন প্রতিনিধিদলে রয়েছেন।
বাংলাদেশে বেশ কয়েকটি সরকারি বেসরকারি চক্ষু হাসপাতালে অরবিন্দ আই হসপিটাল প্রশিক্ষণ ও কর্মশালার আয়োজন এবং ব্যবস্থাপনার আধুনিকায়নে কয়েক দশক যাবত কাজ করছে জানিয়ে ডা. তুলসীরাজ বলেন, ‘হাসপাতালের সেবার মান বাড়াতে আধুনিক প্রযুক্তির পাশাপাশি চিকিৎসকদের কর্মস্থলে থাকা নিশ্চিত করতে হবে।’
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘সারা দেশে হাসপাতালগুলোতে চিকিৎসকের উপস্থিতি নিশ্চিত করছে সরকার। এ জন্য তথ্য প্রযুক্তির ব্যবহারও করা হচ্ছে। দুই বছর আগে ৬ হাজারের বেশি চিকিৎসক নিয়োগ দিয়ে তাদেরকে গ্রাম পর্যায়ে পদায়ন করা হয়েছে। কিছুদিনের মধ্যে ১০ হাজার নার্স নিয়োগ দিয়ে সারা দেশে হাসপাতালে পদায়ন করা হবে।’
চক্ষু চিকিৎসকদেরকে সহায়তা দিতে সারা দেশে চক্ষু টেকনিশিয়ান গড়ে তোলার জন্য বিশেষ প্রশিক্ষণের উদ্যোগ নিচ্ছেন ভারতীয় চিকিৎসকরা।
এছাড়া গোপালগঞ্জের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব চক্ষু হাসপাতালকে কেন্দ্র করে দক্ষিণাঞ্চলের সকল উপজেলায় পর্যায়ক্রমে ‘ভিশন সেন্টার’ স্থাপনে অরবিন্দ হাসপাতালকে এগিয়ে আসার আহ্বান জানান মোহাম্মদ নাসিম।
প্রধানমন্ত্রীর সাবেক উপদেষ্টা বাংলাদেশ মেডিক্যাল রিসার্চ কাউন্সিলের চেয়ারম্যান অধ্যাপক ডা. সৈয়দ মোদাচ্ছের আলী, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ, স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক ও চক্ষু বিশেষজ্ঞ অধ্যাপক ডা. দীন মোহাম্মদ এবং মন্ত্রণালয় ও অধিদপ্তরের ঊর্ধতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।