
নিজস্ব প্রতিবেদক : ওই চক্রের এক নারীসহ দুজনকে গ্রেপ্তার করেছে র্যাব। রোববার বিকেলে র্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া বিভাগ থেকে জানানো হয়, শনিবার সন্ধ্যায় কমলাপুর স্টেশন থেকে উজ্জল তালুকদার ও মোছা. রাজিয়া বেগমকে গ্রেপ্তার করা হয়। তূর্ণা নিশিতা ট্রেন প্লাটফরমে এসে পৌঁছালে এক নারী যাত্রীর ভ্যানিটি ব্যাগ ও পুরুষ যাত্রীর লাগেজ দেখে সন্দেহ হয়। পরে ভ্যানিটি ব্যাগ থেকে ৭ হাজার ৮৬৭ পিস এবং লাগেজ থেকে ৯ হাজার ৬৩৩ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে তাদের গ্রেপ্তার করা হয়।
র্যাব জানায়, গ্রেপ্তারকৃতরা যাত্রী বেশে সহযোগীদের মাধ্যমে দীর্ঘদিন যাবৎ চট্টগ্রাম, কক্সবাজার, টেকনাফ থেকে ঢাকায় ইয়াবা ট্যাবলেট আনত। অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে। এ বিষয়ে থানায় মামলা হয়েছে।