
নিজস্ব প্রতিবেদক : রাজধানীতে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক কিশোর ও এক নারী নিহত হয়েছেন।
রোববার রাতে ও সোমবার সকালে রাজধানীর খিলগাঁও ও খিলক্ষেতে এ দুর্ঘটনা ঘটে। লাশ দুটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) মর্গে পাঠিয়েছে পুলিশ।
কমলাপুর জিআরপি থানার অফিসার ইনচার্জ (ওসি) ইয়াসিন ফারুক মজুমদার বলেন, ‘আজ সকালে খিলক্ষেত রেলক্রসিং পার হচ্ছিলেন (১৪) এক কিশোর। এ সময় ঢাকাগামী একটি ট্রেনের নিচে কাটা পড়লে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। রোববার রাতে খিলগাঁও পুলিশ ফাঁড়ির বিপরীতে রেললাইনে ঢাকাগামী একটি ট্রেন থেকে নামতে গিয়ে (৩০) এক নারী ট্রেনের নিচে কাটা পড়ে গুরুতর আহত হন। তাৎক্ষণিক পথচারীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। দুটি ঘটনায় থানায় মামলা হয়েছে।