
লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় পঞ্চম স্থান অধিকার করার মাধ্যমেশোবিজে পা রাখেন মুতাহিনা টয়া। একজন জনপ্রিয় মডেল, নৃত্যশিল্পী ও অভিনেত্রী মুতাহিনা টয়া। বর্তমানে কাজ করছেন নাটক, বিজ্ঞাপন ও স্বল্পদৈর্ঘ্যের চলচ্চিত্রে। এছাড়া ‘বেঙ্গলি বিউটি’ নামে একটি সিনেমাতেও তাকে দেখা গেছে।
এ প্রসঙ্গে বলেন, ‘নতুন বিজ্ঞাপন একটি ওয়েব সাইটের প্রচারণার জন্য নির্মিত হয়েছে। বেশ ভালো হয়েছে কাজটি। আশা করছি দর্শকের চোখে পড়বে।’
তবে টয়ার মূল ব্যস্ততা টিভি নাটককে ঘিরে। তারই মাঝে সম্প্রতি এই অভিনেত্রী কাজ করলেন একটি বিজ্ঞাপনে। সাবরিনা আইরিনের পরিচালনায় নির্মিত এ বিজ্ঞাপনটি শিগগিরই প্রচারে আসবে।
টয়া অভিনীত চলতি ধারাবাহিক হাবিব শাকিলের পরিচালনায় ‘পরের মেয়ে’। কিছুদিন আগে রাকেশ বসুর পরিচালনায় ‘শেষ থেকে শুরু’ এবং রতন হাসানের পরিচালনায় ‘শুনতে চাও তুমি’ নামের দুটি খণ্ড নাটকে তিনি অভিনয় করেন।