
মোঃজয়নাল আবেদিন রুহিয়া থানা (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার আমজানখোর ইউনিয়নের রত্নই গ্রামে ছাগলের বাচ্চা কাঁঠালের বিচি খাওয়াকে কেন্দ্র করে সেনাবাহিনীর এক সদস্যকে মারপিট করে রক্তাক্ত করার ঘটনা ঘটেছে, এ ঘটনায় আহত হয়েছেন মোট চারজন।
গত বৃহস্পতিবার(১৫ জুলাই ) বিকালে আমজানখোর ইউনিয়নের রত্নই গ্রামে এই হতাহতের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও ঘটনা সুত্রে জানা যায়, ছাগলের বাচ্চা কাঁঠালের বিচি খেয়ে নেওয়ার ঘটনাকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটির একপর্যায়ে রহিম ও তার ছেলে রাজু, ইয়াসিন, মহসিন নাজমুল সহ সকলে মিলে, সেনা সদস্য হায়দার ও তার ভাই মোস্তাফিজুর রহমান আরেক ভাই জাহাঙ্গীর এবং তার স্ত্রী নাসিমা সহ তার পরিবারের সদস্যদেরকে দেশীয় অস্ত্রশস্ত্র ও লাঠিসোটা নিয়ে হামলা করেন।
এতে সেনা সদস্য হায়দার ও তার পরিবারের সকলের মাথা ফেটে আহত হন। সকলে গুরুতর আহত হয়ে মাটিতে পড়ে যায়। হামলাকারীদের ভয়ে আহতদের হাসপাতালে নেওয়ার সাহস পাননি স্হানীরা।স্থানীয়দের কেউ একজন ইউপি চেয়ারম্যানকে খবর দেন পরে ইউপি চেয়ারম্যান ও উপজেলা চেয়ারম্যানের সহযোগিতায়, তাদেরকে বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
বর্তমানে তারা বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন, আহত সেনাসদস্য হায়দার আলী জানান, আমি কর্মরত অবস্থায় করোনা পজিটিভ হলে সেখানে ১৪ দিন হোম কোয়ারেন্টাইনে থাকার পর ছুটিতে এসেছি। আমি বাড়ির বাইরে বের হই না, আমি ঘর থেকে খারাপ ভাষায় গালিগালাজ শুনতে পেলে ঘর থেকে বের হয়ে এসে দেখি, আমার চাচাতো ভাই ও তার স্ত্রী আমার স্ত্রী এবং আমার ছেলেদের উপর অকথ্য ভাষায় গালিগালাজ করছেন। এবং মোবাইল ফোনে তার বাকি ভাইদের ঘটনাস্থলে আসতে বলেন। একপর্যায়ে দেশীয় অস্ত্রসহ ও লাঠিসোটা নিয়ে পরিকল্পিতভাবে আমাদের হত্যার উদ্দেশ্যে আমাদের উপর চড়াও আক্রমণ চালান।
আমার ঊর্ধ্বতন কর্মকর্তাকে বিষয়টি জানানো হয়েছে। এ বিষয়ে আমি সুষ্ঠ তদন্ত সাপেক্ষে বিচার, ও আমার পরিবারের নিরাপত্তা ব্যবস্থা চাই।প্রতিপক্ষরা জানান, হায়দার ও তার স্ত্রী আমার মেয়ের চুল ধরে টানাটানি ও মারপিট করলে, আমরা তাদেরকে প্রতিহত করার চেষ্টা করি।
এ ঘটনায় আমজানখোর ইউনিয়নের চেয়ারম্যান আকালুৃ মোহাঃ ডংগা জানান, আমি ও উপজেলা চেয়ারম্যান সরকারি কাজে নাগর নদীতে ছিলাম, মারামারির ঘটনাটি আমাকে ফোন করে স্থানীয়রা জানান।
আমিও উপজেলা চেয়ারম্যান তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছায়, সেখানে গিয়ে সেনাবাহিনীর সদস্য হায়দার ও তার পরিবারের সদস্যরা রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে আছে দেখে, আমিও স্থানীয় লোকজনের সহযোগিতায় সেনাবাহিনীর সদস্য হায়দার ও তার পরিবারের সদস্যদেরকে উপজেলা চেয়ারম্যানের গাড়িতে করে বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিয়ে চিকিৎসার জন্য ভর্তি করাই। এভাবে পরিকল্পিতভাবে একজন সেনা সৈনিক এর উপর হামলা করাটা ঠিক হয়নি বলে মনে আমি করি।