ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে সরকারি কর্মচারীকে অপহরণ ৪জন গ্রেফতার

বালিয়াডাঙ্গী থানা প্রতিনিধিঃ মোঃ সুলতান আলী। ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে সরকারী কর্মচারীকে অপহরণ করে মারধর এবং মুক্তিপণ আদায়ের
অভিযোগে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার ভোর বেলা তাদের বালিয়াডাঙ্গী উপজেলার বিভিন্ন এলাকা থেকে গ্রেপ্তার করা হয় বলে, বালিয়াডাঙ্গী থানার ওসি তদন্ত আব্দুস সবুর বিষয়টি নিশ্চিত করেছেন।
অপহরণের শিকার মামলার বাদী জুয়েল মিয়া ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার রফিকুল ইসলামের ছেলে তিনি লাহিড়ী সাব-রেজিস্ট্রি অফিসের তৃতীয় শ্রেণীর কর্মচারী বলে পুলিশ জানিয়েছে।গ্রেফতারকৃত আসামিরা হলেন পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার আব্দুস সামাদের ছেলে নাসিদুল ইসলাম ২৬। চাঁদপুর জেলার শাহরাস্তি থানার মনির হোসেনের ছেলে জসীম উদ্দীন ২৬, গ্রামের ফজলে এলাহীর ছেলে জসীম উদ্দীন 19।তাকে অপহরণ করে অপরিচিত এলাকায় নিয়ে যায়। সেখানে মারপিট সহ নির্যাতন করে এবং ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে।
থানা এসে বুধবার ভোর বেলা মামলা দায়ের করে মামলা দায়েরের পর পুলিশ অভিযান চালিয়ে, অপহরণকারীদের গ্রেফতার করেন। প্রেরণ করেছে মামলার তদন্ত অব্যাহত রয়েছে।