
মোঃ জয়নাল আবেদীন ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ে জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ আসাদুজ্জামান পুলককে ধরে নিয়ে থানায় অমানবিক নির্যাতন করার অভিযোগে প্রত্যাহার করা হয়েছে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেনকে।
উল্লেখ্য যে, গত ২৯ এপ্রিল রাতে ঠাকুরগাঁও শহরের পাবলিক ক্লাব মাঠে অনুষ্ঠিত বৈশাখী মেলা থেকে জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান পুলককে থানায় ধরে নিয়ে যায় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন। এরপর অন্যায়ভাবে হাতে হাতকড়া লাগিয়ে এবং চোখে কাপড় বেঁধে নির্মম ভাবে নির্যাতন করে এবং যুবলীগ নেতার হাত ভেঙ্গে দেয়। এমন অভিযোগ এনে বুধবার (১০ মে) দুপুরে জেলা দায়রা আদালতে ওসি কামলাসহ ৫জন পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা দায়েরের আবদেন করেন নির্যাতনের শিকার যুবলীগ নেতা আসাদুজ্জামান পুলক।
বৃহস্পতিবার (১১ মে) সকাল সাড়ে ১০ টার দিকে ঠাকুরগাঁওয়ের পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন ওসি কামাল হোসেনের প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেন। তবে পুলিশ সুপার বলছেন, প্রশাসনিক কারণে ওসি কামাল হোসেনকে প্রত্যাহার করে রংপুর রেঞ্জ অফিসে সংযুক্ত করা হয়েছে।
জানতে চাইলে পুলিশ সুপার বলেন, প্রত্যাহারের অর্ডারে প্রশাসনিক কারণ উল্লেখ করা হয়েছে। প্রশাসনিক কারণ মানে অনেক কিছু বোঝায়। এছাড়াও অভিযুক্ত আর ৫জন পুলিশের বিরুদ্ধে এখনো কোনো সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি বলেও জানান তিনি।