ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় মাঠে ছাগল আনতে গিয়ে কিশোরী গণধর্ষণের শিকার

মোঃ জয়নাল আবেদীন রুহিয়া থানা (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ে মাঠ থেকে ছাগল আনতে গিয়ে গণধর্ষণের শিকার হয়েছে এক মাদ্রাসাছাত্রী।  এ ঘটনায় কিশোরীর পরিবার থানায় মামলা দায়ের করলে পুলিশ একজনকে আটক করে জেলহাজতে প্রেরণ করেছে।
গেল ১৩ জুলাই মঙ্গলবার বিকালে ঠাকুরগাঁওয়ের রুহিয়া থানাধীন ঢোলারহাট ইউনিয়নের মাধবপুর গ্রামে এ ঘটনাটি ঘটেছে। আজ বৃহস্পতিবার (১৫ জুলাই) বিকালে রুহিয়া থানার ওসি চিত্তরঞ্জন রায়, এ ঘটনায় একজন আসামীকে আটক করে জেল হাজতে পাঠিয়েছেন বলে তিনি জানান ।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১৩ জুলাই মঙ্গলবার বিকাল আনুমানিক আড়াই থেকে তিনটার দিকে শিমুলতলী বাজারের অশেন চন্দ্রর দোকানে ৪ বখাটে মিলে এ ধর্ষণের ঘটনা ঘটায় !
কিশোরীর পিতা উজ্জ্বল আলী জানান, গত মঙ্গলবার দিন আমার মেয়ে পাশের জমি থেকে ছাগল আনার জন্য যায়, বখাটেরা সেখান থেকে আমার মেয়েকে  কয়েকজন মিলে জোরপূর্বক ভাবে তুলে নিয়ে শিমুলতলী বাজারের অশেন রায়ের অনেকদিন ধরে বন্ধ থাকা দোকান ঘরে গিয়ে ধর্ষণ করেছে। ঘটনার পর আবার স্থানীয় কয়েকজন এ বিষয়টি নাকি ধামাচাপা দেওয়ার জন্য আপোষ করেছে, কিন্তু আমি এই আপোষ সম্পর্কে কিছুই জানি না।
থানায় মামলায় তাদের নাম উল্লেখ করা হয়েছে, তারা হলেন- ঢোলারহাট ইউনিয়নের মাধবপুর গ্রামের আলাউদ্দিনের ছেলে আলমগীর (২৫)  লেবু রায়ের ছেলে রোওনা রায় (৩৬),  গৌর লাল প্রসাদ রায়ের ছেলে উত্তম কুমার (২৪) ও শনি রায়ের ছেলে অনাথ রায় (৩৬)।
এ বিষয়ে ২১ নং ঢোলারহাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সিমান্ত কুমার বর্মন নির্মল বলেন, গতকাল রাতে মেয়ের বাবা আমাকে মোবাইল ফোনে বিষয় টা  জানায়, আমি আজকে তাদের বাড়িতে এসে শুনতে পাই তারা মামলা  করেছে। তিনি আরও বলেন, যদি তদন্ত সাপেক্ষে আসামিরা প্রকৃত দোষী প্রমাণিত হয় তাহলে তাদের সঠিক বিচার চাই, আর যদি তারা নিরপরাধ প্রমাণিত হয় তাহলে তারা মুক্তি পাবে।
রুহিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চিত্ত রঞ্জন রায় জানান, আজকে ওই ভুক্তভোগী কিশোরীর পরিবার থানায় এসে মামলা দায়ের করে, যার মামলা নং-৩, তারিখ-১৫/৭/২১ খ্রিঃ। আমরা মামলার এজাহারে উল্লেখিত একজন আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি এবং আসামীকে ঠাকুরগাঁও কোর্টে পাঠানো হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারের জন্য অভিযান চলমান রয়েছে।