ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে গ্রেপ্তার ১জন

মোঃ জয়নাল আবেদীন রুহিয়া থানা (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ে সাত বছরের এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে একজনকে আটক করেছে  রুহিয়া থানা পুলিশ। রুহিয়া থানাধীন দানভিটা গ্রামের আফজাল আলীর ছেলে গিয়াস উদ্দিন (৪৮) নামের এক ব্যক্তিকে আটক করেছে রুহিয়া থানা পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাতে তাকে আটক করা হয়। ভিকটিম শিশুটির আত্মীয় স্বজনরা অভিযোগ করে বলেন, গতকাল বৃহস্পতিবার শিশুটির বাড়ির পাশেই এক বাড়িতে বিয়ের অনুষ্ঠান ছিল। ভিকটিম শিশুটি ব্রাক স্কুল থেকে বাড়ি ফিরে সেই বিয়ের অনুষ্ঠানে যায়।
সেখান থেকে অভিযুক্ত গিয়াসউদ্দিন শিশুটিকে ডেকে ফুসলিয়ে পাশের একটি ভুট্টা ক্ষেতে নিয়ে যায় ও শিশুটিকে ধর্ষণের চেষ্টা চালায়।ধর্ষণ চেষ্টাকালে শিশুটি চিৎকার চেচামেচি করলে শিশুটির চিৎকারে আশপাশের লোকজন ছোটাছুটি করে এসে শিশুটিকে উদ্ধার করেন।
এসময় অভিযুক্ত গিয়াসউদ্দিন পালিয়ে যান। এ বিষয়ে রুহিয়া থানায় খবর দেওয়া হলে অভিযুক্ত গিয়াস উদ্দিনকে আটক করে থানায় নিয়ে যায় রুহিয়া থানা পুলিশ।
রুহিয়া থানা পুলিশ জানায়, যেহেতু ধর্ষণের চেষ্টা তাই ২২ ধারায় জবানবন্দির জন্য শিশুটিকে নারী ও শিশু ম্যাজিস্ট্রেটের কাছে পাঠানো হয়েছে। রুহিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) শহিদুর রহমান বলেন শিশুটিকে ধর্ষণের চেষ্টা করা হয়েছে। এ ব্যাপারে আজ শুক্রবার, ৯(৪)(খ)২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন সংশোধনী ২০০৩ -এ , ধর্ষণচেষ্টার অপরাধে মামলা হয়েছে। আটককৃত গিয়াসউদ্দিনকে ঠাকুরগাঁও জেলহাজতে প্রেরণ করা হয়েছে।