
মোঃ জয়নাল আবেদীন রুহিয়া থানা (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ঠাকুরগাঁয়ের হরিপুরে ছেলের লাঠির আঘাতে বৃদ্ধ পিতার মৃত্যু হয়েছে বলে জানা গেছে। গত রবিবার (৫সেপ্টেম্বর) রাত্রে হরিপুর উপজেলার ভাতুরিয়া ইউনিয়নের পূর্ব যাদবপুর গ্রামের এই ঘটনাটি ঘটেছে।
পরিবার ও স্থানীয়দের বরাতে জানা যায়, নিহত নুরুল ইসলাম ও তার ছেলে জয়নুলের মধ্যে পারিবারিক কলহ চলছিল এর জেরে এক পর্যায়ে ছেলে জয়নুল ক্ষিপ্ত হয়ে বাঁশের লাঠি দিয়ে তার মাথার পিছন দিকে সজোরে আঘাত করেন। এই আঘাতে নুরুল ইসলাম গুরুতর আহত হন, পরে ওই রাত্রেই তার মৃত্যু হয়। ছেলে জয়নুল ও পরিবারের লোকজন এ বিষয়ে কাউকে না জানিয়ে ভোরে ভোরে তার দাফন কার্যের ব্যবস্থা করেন। এঘটনায় গোপন সংবাদ পেয়ে হরিপুর থানা পুলিশ বৃদ্ধ নুরুল ইসলামের লাশ উদ্ধার করে ঘাতক ছেলে জয়নুলকে গ্রেপ্তার করেছে।
হরিপুর থানা অফিসার ইনচার্জ এস এম আলমগীর বলেন নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঠাকুরগাঁও মর্গে প্রেরণ করা হয়েছে, এবং ঘাতক ছেলে জয়নুলকে গ্রেফতার করা হয়েছে ।এই রিপোর্ট লেখা পর্যন্ত মামলার রুজু প্রক্রিয়াধীন রয়েছে।