
হরিপুর (ঠাকুরগাঁও) প্রতিনিধি: বে-সরকারি স্কুল, কলেজ ও মাদ্রাসা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের জাতীয়করণসহ তিন দফা দাবি বাস্তবায়নের দাবিতে ঠাকুরগাঁওয়ের হরিপুরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৪ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় হরিপুর দ্বিমুখী বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ থেকে বাংলাদেশ বেসরকারি শিক্ষক সমিতি হরিপুর উপজেলা শাখা ও জাতীয়করণ প্রত্যাশী জোটের যৌথ উদ্যোগে এ বিক্ষোভ মিছিল শুরু হয়।
হরিপুর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বিপুল সংখ্যক শিক্ষক-কর্মচারী মিছিলে অংশ নেন। বিক্ষোভটি উপজেলার প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে উপজেলা প্রেসক্লাবের সামনে এসে অবস্থান কর্মসূচির মধ্য দিয়ে শেষ হয়।
সমাবেশে বক্তারা এমপিওভুক্ত শিক্ষকদের ২০ শতাংশ বাড়িভাড়া, কর্মচারীদের ৭৫ শতাংশ উৎসবভাতা, ১৫০০ টাকা চিকিৎসা ভাতাসহ অন্যান্য ন্যায্য দাবি দ্রুত বাস্তবায়নের আহ্বান জানান।
তারা বলেন, “একই কারিকুলামে কাজ করেও আমরা সরকারি শিক্ষকদের সমান সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত। আমাদের দাবি পূরণ না হলে আন্দোলন আরও জোরদার করা হবে, প্রয়োজনে সচিবালয় ঘেরাও কর্মসূচি দেওয়া হবে।”
বিক্ষোভে বক্তব্য দেন— হরিপুর মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আসাদুজ্জামান দুলাল, বাংলাদেশ শিক্ষক সমিতি হরিপুর উপজেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি নজরুল ইসলাম, বীরগড় উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজুয়ানুল হক মন্টু, ডাঙ্গীপাড়া উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. আনোয়ার হোসেন, বীরগড় মাদ্রাসার সুপার মোকাম্মেল হোসেন, খোলড়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক বেলাল হোসেন প্রমুখ।
সমাবেশ সঞ্চালনা করেন ঠাকিঠুকি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সফিকুল ইসলাম।
বক্তারা সরকারের প্রতি দ্রুত সময়ের মধ্যে যৌক্তিক দাবি বাস্তবায়নের আহ্বান জানান—অন্যথায় শিক্ষা প্রতিষ্ঠান অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করার হুঁশিয়ারি দেন।