মোঃ জয়নাল আবেদীন ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ে অস্ত্র মামলায় আবু সাঈদ নামের এক আসামির যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) দুপুরে এ আদেশ দেন স্পেশাল ট্রাইব্যুনালের-১এর বিচারক এবং জেলা ও দায়রা জজ মামুনুর রশিদ। এ সময় উক্ত আসামীকে আরো পাঁচ বছরের সশ্রম কারাদণ্ডাদেশ এর আদেশ দেন।
এছাড়াও একই মামলার আসামি আসাদুজ্জামান লিটন ও সোলেমান আলী কে খালাস দিয়েছেন বিচারক।
সাজাপ্রাপ্ত আবু সাইয়িদ ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলার লহুচাদ গ্রামের বদরুল ইসলামের ছেলে। ও খালাসপ্রাপ্ত আসাদুজ্জামান লিটন ও সোলায়মান আলী হরিপুর উপজেলার লহুচাঁদ গ্রামের বাসিন্দা।
এ বিষয়ে রাষ্ট্রপক্ষের সরকারি কৌঁসুলি অ্যাডভোকেট শেখর কুমার রায় জানান, ২০১৮ সালের ২জুলাই গ্রামীণ ব্যাংকের রানীশংকৈল উপজেলার কাশিপুর শাখার ডেপুটি প্রিন্সিপাল অফিসার হারুনুর রশীদ ও তার পিয়ন মুকুল হোসেন সোনালী ব্যাংক শাখা নেকমরদ থেকে ৬লক্ষ টাকা উত্তোলন করে, তারা সেই টাকা নিয়ে নেকমরদ হতে মহারাজা হাটের উদ্দেশ্যে রওনা হন।
টাকা নিয়ে যাওয়ার পথে দুর্লভপুর নামক স্থানে পৌঁছালে, আসামি আবু সাঈদ দ্রুতগামী মোটরসাইকেল নিয়ে তাদের গতিরোধ করে। এ সময় আগ্নেয়াস্ত্র দিয়ে এক রাউন্ড ফাঁকা গুলি করে তাদের ভয় দেখিয়ে ব্যাংক থেকে উত্তোলন করা ৬লক্ষ টাকা ছিনিয়ে নিয়ে যায় তারা। পরে হারুনুর রশীদ ও তার প্রিয় মুকুল হোসেন চিৎকার- করতে করতে তাদের পিছনে ধাওয়া করতে থাকে এরপর আরাজি চন্দন চটগ্রামে পৌঁছালে পুলিশের চেক পোস্ট দেখে মোটরসাইকেল ফেলে পালানোর চেষ্টা করে ছিনতাইকারী আসামিরা।
পরে স্হানীয়দের সহযোগিতায় পুলিশ আবু সাইয়িদ আসাদুজ্জামান লিটনকে আটক করে। আটকের সময় আবু সাঈদ এর কাছ থেকে একটি ম্যাগাজিন যুক্ত বিদেশী পিস্তল ও গুলি এবং আসাদুজ্জামান লিটন এর কাছ থেকে ছিনতাই হওয়া টাকা উদ্ধার করা হয়। উক্ত ঘটনায় রানিশংকৈল থানার এসআই আজগর আলী বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন।


