
মোঃ রকি হাসান পীরগঞ্জ থানা প্রতিনিধিঃ ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ থানা পুলিশ কর্তৃক ক্লুলেস চুরি মামলার রহস্য উদঘাটনে আন্তঃজেলা চোর দলের কুখ্যাত গ্যাং লিডার ও মূলহোতা তামিম সহ তার চুরি চক্রের ৪জন সদস্যকে গ্রেফতার করে তাদের নিকট হতে চোরাই ল্যাপটপ, প্রজেক্টরসহ চুরির অন্যান্য প্রমাণাদি উদ্ধার করা হয়েছে।
গতকাল মঙ্গলবার (৮ফেব্রুয়ারি) ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ থানা পুলিশ কর্তৃক রাতভর অভিযান পরিচালনা করে ২টি মামলার সাথে জড়িত আন্তঃজেলা চোর- ১/মোঃ তামিম হাসান (২২) পিতা মোঃ খতিব উদ্দিন গ্রাম- মহেশাইল। ২/ মোঃ রানা ইসলাম (২৮) পিতা-মৃত নজিব উদ্দিন গ্রাম- বথ। ৩/ সুজন কুমার সরকার (২৮) পিতা- শ্রী-গোপাল সরকার, গ্রাম- ধনতলা। সকলের থানা-বোচাগঞ্জ জেলা- দিনাজপুর।
৪/ মোঃ আরমান আলী,পিতা-মোঃ রেজাউল করিম, গ্রাম-বাইশপুর, থানা-কাহারোল, জেলা- দিনাজপুর। ৫/ মোঃ রাজু ইসলাম (২৫) পিতা- মোঃ হাফিজ উদ্দিন, গ্রাম- সূর্যপুর, থানা-পীরগঞ্জ জেলা-ঠাকুরগাঁও। এদের সকলকে গ্রেফতার করে তাদের নিয়ে অভিযান পরিচালনা করে তাদের স্বীকারোক্তি ও দেখিয়ে দেওয়া স্হান দিনাজপুর জেলার বোচাগঞ্জ ও পীরগঞ্জ থানার কালুপীর হতে চোরাই প্রজেক্টর সহ ল্যাপটপ ও চুরির অন্যান্য আলামত উদ্ধার করা হয়েছে।
গ্রেফতারকৃত আসামিদের ইতোমধ্যে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।আসামিদের চুরির সাথে জড়িত মর্মে বিজ্ঞ আদালতে ফৌজদারি কাঃবিঃ এর ১৬৪ ধারা মোতাবেক স্বেচ্ছায় নিজেদের দোষ স্বীকার করে জবানবন্দি প্রদান করেছেন।