
মোঃ জয়নাল আবেদিন রুহিয়া থানা ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ে আলোচিত স্কুলছাত্র মেহেদী হত্যাকাণ্ডের ঘটনায় দুই বন্ধু গালিব (১৬) ও আরমান (১৬) গ্রেফতার হয়েছে। সেই সাথে আরমানের দাদা আকবর আলমকেও (৬২) গ্রেফতার করেছে পুলিশ। জানা গেছে, গালিব ও আরমান মামাতো-ফুফাতো ভাই হওয়ায় আকবর সম্পর্কে গালিবের নানা হয়।
গতকাল বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) রাতে ৩ জনকে গ্রেফতার দেখায় পুলিশ। এর আগে মেহেদির বাবা আঃ মালেক সদর থানায় ৪ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন।
গ্রেফতারকৃত আসামিদের মধ্যে গালিব ও আরমান হাসপাতালে ভর্তি ছিলো। আর আকবর আলম কে পূর্বেই জিজ্ঞাসাবাদের জন্য সদর থানায় আনা হয়েছিল। এ মামলার ৪ নম্বর আসামি আরমানের বাবা জুয়েল ইসলাম পলাতক রয়েছে।
এজাহার সূত্রে জানা গেছে, গত বুধবার (২২ ডিসেম্বর) সন্ধ্যায় প্রতিবেশী বন্ধু গালিব মেহেদীকে বাসা থেকে ডেকে নিয়ে যায়। পরে আরেক বন্ধু আরমান ও তার পিতা জুয়েল তাদের সাথে মিলিত হয়। তিন জন এক হয়ে মেহেদীকে নিয়ে দুরামারিতে চা খেতে যায়। তার আরো কিছুক্ষণ পরে আকবর মিলিত হয়ে মেহেদীকে আহত করলে একপর্যায়ে তার মৃত্যু হয়।
ঠাকুরগাঁও সদর থানা ওসি তানভীরুল ইসলাম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃত আসামিদের আগেই সন্দেহ ছিলো। পরে বাদীপক্ষ তাদের নাম উল্লেখ করেই মামলা করে। অভিযোগের বিষয়ে প্রাথমিক সত্যতা পাওয়ায় ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। পলাতক অন্য আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে।
ওসি তানভীরুল ইসলাম আরো জানান, গালিব ও আরমান হাসপাতালে পুলিশি হেফাজতে চিকিৎসা নিচ্ছেন। আকবরকে কোর্টের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
উল্লেখ্য যে, গত বুধবার (২২ ডিসেম্বর) রাতে শহরের দুরামারি এলাকায় এই মর্মান্তিক হত্যাকান্ডের ঘটনা ঘটে।