ঠাকুরগাঁওয়ে দেশের জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’তে চেয়ার ছোড়াছুড়ির ঘটনা ঘটেছে। প্রথমে অনুষ্ঠান স্থগিতের ঘোষণা দেয়া হলেও পরিস্থিতি স্বাভাবিক হলে আবার অনুষ্ঠান শুরু করে কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সন্ধ্যার পরে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় অবস্থিত রাজা টংকনাথের রাজবাড়িতে আয়োজিত ইত্যাদির অনুষ্ঠান ঘিরে এমন ঘটনা ঘটে।
অনুষ্ঠান স্থগিত করার ঘোষণায় ইত্যাদি অনুষ্ঠানের পরিচালক হানিফ সংকেত বলেন, অনেক চেষ্টা করেও আপনাদের শান্ত করতে পারলাম না। আপনাদের জন্যেই একটি সুন্দর আয়োজন করতে চেয়েছিলাম। তবে সেটা আর সম্ভব হলো না। তবে পরে সীমিত দর্শক নিয়ে অনুষ্ঠান শেষ করেন তিনি।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ঠাকুরগাঁও জেলাজুড়ে প্রায় ২ হাজার প্রবেশ পাসের ব্যবস্থা করেছিল ইত্যাদি কর্তৃপক্ষ। তবে অনুষ্ঠানে তার চেয়ে অনেক বেশি মানুষের সমাগম হয়। দিনাজপুর, পঞ্চগড় থেকেও অনেকে আসেন অনুষ্ঠানস্থলে। তাই ধারণ ক্ষমতার চেয়ে লোকসমাগম কয়েক গুণ বেশি হওয়ায় আসনবিন্যাস নিয়ে বিপাকে পড়তে হয় কর্তৃপক্ষকে।
এ অবস্থায় দর্শকদের অতিরিক্ত চাপ সামলাতে না পেরে শেষ মুহূর্তে মূল গেট খুলে দেয়া হয়। একপর্যায়ে চেয়ারে বসাকে কেন্দ্র করে অনুষ্ঠানে বিশৃঙ্খলা সৃষ্টি হলে চেয়ার ছোড়াছুড়ির ঘটনা ঘটে। অনুষ্ঠান কর্তৃপক্ষ একাধিকবার পরিস্থিতি শান্ত করার চেষ্টা করলেও ব্যর্থ হয়। উপায় না পেয়ে প্রথমে অনুষ্ঠান স্থগিত করতে বাধ্য হয়। প্রায় তিন ঘণ্টা পর আবারও কিছু দর্শক নিয়ে শুটিং শুরু করা হয়।
দর্শনার্থীরা জানান, স্থানীয় প্রশাসনের অব্যবস্থাপনার জন্য এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে। নিরাপত্তা ব্যবস্থায় ঘাটতি ছিল। অনেকে পরিবার নিয়ে অনুষ্ঠান দেখতে গিয়ে ঝঞ্ঝাটে পড়েছেন বলে অভিযোগ করেন।